এনআরসিকে ‘অসম্পূর্ণ’ বলল মুসলিম কল্যাণ পরিষদ

এনআরসিকে ‘অসম্পূর্ণ’ বলল মুসলিম কল্যাণ পরিষদ

গুয়াহাটিঃ অসমিয়া মুসলিম কল্যাণ পরিষদ(এএমকেপি)বলেছে ইমরান খান ভারতীয় মুসলিমদের অভিভাবক নন এবং সেইহেতু রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে তাঁর নাক গলানো উচিত নয়।

পরিষদের সভাপতি রহমাশা আলি মঙ্গলবার এখানে সাংবাদিকদের বলেন,‘জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ করার পর পাক প্ৰধানমন্ত্ৰী যে সব মন্তব্য করেছেন তা অত্যন্ত বাড়াবাড়ি ছাড়া কিছু নয়। ইমরান খান ভারতীয় মুসলিমদের অভিভাবক নন। পাকিস্তান চির বৈরী ভারতের। ভারতীয় মুসলিমরাও পাকিস্তানকে সেই নজরেই দেখেন। আলি আরও অভি্যোগ করেন,রাজ্যে সদ্য প্ৰকাশিত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)অসম্পূর্ণ। ‘বহু স্থানীয় লোকের নাম এনআরসি থেকে বাদ পড়েছে। এনআরসি থেকে একজনও ভূমিপুত্ৰের নাম বাদ পড়লে আমরা কখনোই সন্তুষ্ট হবো না’। আমাদের সন্দেহ লক্ষাধিক বাংলাদেশির নাম এনআরসিতে ঢুকেছে। তিনি বলেন,অবৈধ অনুপ্ৰবেশের ফলে রাজ্যের স্থানীয় মুসলিমদের অস্তিত্ব এখন বিপজ্জনক অবস্থায় গিয়ে পৌঁছেছে-বলেন আলি। সাংবাদিক সম্মেলনের পর অসমিয়া মুসলিম কল্যাণ পরিষদ পাক প্ৰধানমন্ত্ৰী ইমরান খানের কুশপুতুলও দাহ করে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AGP holds press conference at party office in Guwahati | The Sentinel News | Assam News

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com