Begin typing your search above and press return to search.

মোদির জন্য মন্দির গড়ছেন উত্তর প্ৰদেশের মুসলিম মহিলারা

মোদির জন্য মন্দির গড়ছেন উত্তর প্ৰদেশের মুসলিম মহিলারা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  14 Oct 2019 8:42 AM GMT

মুজফরনগরঃ উত্তর প্ৰদেশের মুজফরনগর জেলার মুসলিম মহিলাদের একটা গোষ্ঠী মন্দির নির্মাণ করছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির নামে উৎসর্গ করার জন্য। ওই মহিলা গোষ্ঠীর প্ৰধান রুবি গজনি সাংবাদিকদের বলেছেন,প্ৰধানমন্ত্ৰী বিশেষ করে মুসলিম মহিলাদের স্বার্থ রক্ষায় অনেক কিছুই করেছেন। তাই এমন একটা সম্মান পাওয়ার অবশ্যই দাবি রাখেন তিনি। ‘তিন তালাক প্ৰথার অবসান ঘটিয়ে আমাদের জীবনের ভোলই তিনি পাল্টে দিয়েছেন। আমাদের দিয়েছেন জ্বালানি গ্যাসের সংযোগ এবং বিনামূল্যে থাকার জন্য বাড়ি। এর বেশি একজনের আর কি চাওয়ার আছে’-উল্লেখ করেন তিনি।

ওই মহিলা আরও বলেন,বর্তমানে সারা বিশ্বেই বন্দিত মোদি। নিজের দেশের মাটিতেও তাঁকে সম্মান জানানো উচিত। মুসলিম মহিলারা নিজেদের সঞ্চিত টাকা দিয়ে মন্দিরটি গড়ছেন। ‘আমরা এটা পরিষ্কার করে বলতে চাই যে প্ৰধানমন্ত্ৰীর প্ৰতি মুসলিম মহিলাদের গভীর আস্থা রয়েছে। তাই কারো পক্ষ থেকে তাঁকে মুসলিম বিরোধী আখ্যা দেওয়ার কোনই যুক্তি নেই-বলেন গজনি।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ক্যাবিনেট বৈঠকের পর ই-সিগারেট নিষিদ্ধ ঘোষণা করলেন নির্মলা সীতারামন

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Numaligarh Refinery Employees Union (NREU) stage protest against privatization of NRL

Next Story
সংবাদ শিরোনাম