গুয়াহাটিতে অজ্ঞাত দুষ্কৃতীর হাতে খুন দূষণ নিয়ন্ত্ৰণ বোর্ডের অবসরপ্ৰাপ্ত কর্মকর্তা

গুয়াহাটিতে অজ্ঞাত দুষ্কৃতীর হাতে খুন দূষণ নিয়ন্ত্ৰণ বোর্ডের অবসরপ্ৰাপ্ত কর্মকর্তা

গুয়াহাটিঃ গুয়াহাটিতে মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত দুষ্কৃতীর হাতে রহস্যজনকভাবে খুন হলেন দূষণ নিয়ন্ত্ৰণ বোর্ডের একজন অবসরপ্ৰাপ্ত কর্মকর্তা। গুয়াহাটির পুলিশ কমিশনার এমপি গুপ্তার মতে,নিহত কর্মকর্তাকে পরেশ চন্দ্ৰ বরুয়া(৭২)নামে শনাক্ত করা হয়েছে। দিশপুর ল কলেজের কাছে ২০ নম্বর বাড়িতে ঘটনার সময় একাই ছিলেন তিনি। ওই সময়ই দুষ্কৃতীদের একটা দল তাঁর বাড়িতে ঢোকে এবং ধারালো অস্ত্ৰ দিয়ে তাঁর মাথায় আঘাত হানে। বরুয়ার পত্নী ড.গরিমা শইকিয়া বরুয়া রাত ১০টা নাগাদ স্বামীর মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন এবং বিষয়টি দিশপুর পুলিশকে জানান।

এদিকে,রাজ্য পুলিশের ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত এবং মহানগর পুলিশ কমিশনার এম পি গুপ্তা দিশপুর ল কলেজের কাছে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। পুলিশ কমিশনার গুপ্তা সাংবাদিকদের বলেন,‘প্ৰাথমিক তদন্ত অনু্যায়ী অজ্ঞাত দুষ্কৃতীর হাতে খুন হওয়ার সময় বরুয়া বাড়িতে একাই ছিলেন। নিহত বরুয়ার মাথায় বেশকটি আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি এবং সেই অনু্যায়ী ঘটনা সংক্ৰান্তে তদন্ত করছি আমরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে’। নিহত বরুয়া স্ত্ৰী এবং দুই পুত্ৰকে রেখে গেছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 1st Kamata Music Festival -2020 to promote & preserve Koch-Rajbongshi Culture held at Choraikola

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com