Begin typing your search above and press return to search.

গণেশ নিরঞ্জনে মধ্যপ্ৰদেশে নাগিন নৃত্যে অংশ নিয়ে প্ৰাণ হারালেন এক ব্যক্তি

গণেশ নিরঞ্জনে মধ্যপ্ৰদেশে নাগিন নৃত্যে অংশ নিয়ে প্ৰাণ হারালেন এক ব্যক্তি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 Sep 2019 12:49 PM GMT

সিওনিঃ গণেশ নিরঞ্জন পর্বের সময় নাগিন ডান্সে অংশ নিয়ে প্ৰাণ হারালেন এক ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনা ঘটে মধ্যপ্ৰদেশের সিওনি জেলায় গত শুক্ৰবার। মধ্যপ্ৰদেশে নাগিন ডান্স(সর্প নৃত্য)খুবই জনপ্ৰিয়। এই নাচে কমপক্ষেও দুজন ব্যক্তি অংশ নেন। একজনকে সাপের ভূমিকায় এবং অন্যজনকে সাপুড়ির রূপে নাচে মও হতে দেখা যায়। সাপ নাচাতে ব্যবহৃত সাপুড়ের বাঁশি তখন বাজছিল। ঘটনাটি নিমেষের মধ্যেই সোশিয়েল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

সেদিন গণেশ বিসর্জন পর্বে একদল ভক্ত উৎসবের আনন্দে মাতোয়ারা থাকার সময় নাগিন ডান্সের দাবি ওঠে। ওই দাবি মেনে ডিক্স জোকিরা(ডিজে)ডান্সের সুর বাজাতে শুরু করেন। উপস্থিত ভক্তরা ওই সুরের সঙ্গে তাল মিলিয়ে পা নাচাতে থাকেন। ভিডিও ছবিতে দেখা গেছে স্থানীয় একটি যুবক শাড়ি পরে মঞ্চে উঠে আসে এবং সাপের ভঙ্গিমায় শুরু করে নাচ। অন্য এক ব্যক্তি যাকে গুরুচরণ ঠাকুর নামে শনাক্ত করা হয়েছে,তিনিও সাপুড়ের ভূমিকায় নাচ শুরু করেন তাঁর হাতের রুমালকে সংগীতের যন্ত্ৰ হিসেবে ব্যবহার করে। এরপর নাগিন নৃত্য ক্ৰমশ জমে ওঠে। ঠাকুর নাচের মধ্যেই মেঝেতে মাথা কুটতে শুরু করেন এবং হঠাৎই তাঁর গতি থমকে যায়। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ বেশ চুটিয়েই উপভোগ করছিলেন এদৃশ্য। কিন্তু পরক্ষণে তাঁরা বুঝলেন ঠাকুর কোনও সাড়া শব্দ করছেন না। পাশের মানুষগুলোর বোধদয় হলো। তাঁরা বুঝতে পারলেন ঠাকুর যে আর নেই। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হলো। ছুটে এলো পুলিশ এবং ঠাকুরের মৃতদেহ নিল তাদের হেফাজতে।

ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে এখন। পুরো ঘটনাটি ভিডিওগ্ৰাফারের ক্যামেরায় আটকা পড়ে। উৎসবের চিত্ৰ ক্যামেরা বন্দি করার জন্যই ওই ভিডিওগ্ৰাফারকে হায়ার করা হয়েছিল।

উল্লেখ্য,সাপুড়ের ভূমিকায় নাগিন নৃত্যে অংশ নেওয়া ঠাকুর সম্প্ৰতি এক সড়ক দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছিলেন। সুচিকিৎসায় তিনি সম্পূর্ণ সেরেও উঠেছিলেন। ঠাকুরের বাবা একথা জানিয়েছেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ জনস্বার্থে ২২ জন দুর্নীতিগ্ৰস্ত বরিষ্ঠ অফিসারকে বলপূর্বক অবসর নিতে বাধ্য করাল মোদি সরকার

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Police constable dies in road accident in Bongaigaon’s Manikpur | The Sentinel News | Assam News

Next Story
সংবাদ শিরোনাম