Begin typing your search above and press return to search.

নলবাড়ি ডেভেলপমেন্ট অথরিটি রিক্ৰুটমেন্ট ২০২০

নলবাড়ি ডেভেলপমেন্ট অথরিটি রিক্ৰুটমেন্ট ২০২০

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  23 Jan 2020 1:36 PM GMT

নলবাড়ি ডেভেলপমেন্ট অথরিটি রিক্ৰুটমেন্ট ২০২০

২০২০-র ২৯ জানুয়ারি বেলা ১১টা থেকে চেয়ারম্যান,নলবাড়ি ডেভেলপমেন্ট অথরিটি-র কার্যালয়ে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। কার্যালয়টি রয়েছে বালিকোরিয়া-খরজারা রোডের ইদগাহ ফিল্ডের কাছে। নলবাড়ি উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে নিম্নলিখিত পদ/পোস্টের জন্য ঠিকা ভিত্তিতে কর্মী নিয়োগের উদ্দেশ্যে এই সাক্ষাৎকার গ্ৰহণ করা হবে। পদের বিস্তারিত নিচে উল্লেখ করা হলোঃ

পদের নামঃ জুনিয়র ইঞ্জিনিয়ার(সিভিল)

শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃতি প্ৰাপ্ত প্ৰতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা সহ যে কোন বিভাগে ডিগ্ৰি। এমএস অফিস,ইন্টারনেটে কমপক্ষেও ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই।

খালি পদঃ ০১টি

বেতনঃ ১২০০০ টাকা

পদের নামঃ কম্পিউটার অপারেটর কাম এলডিএ

শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত প্ৰতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা সহ যে কোন বিভাগে ডিগ্ৰি থাকা চাই। এমএস অফিস,ইন্তারনেটে ন্যূনতম ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

খালি পদঃ ০১ টি

বেতনঃ ১০,০০০ টাকা

ওয়াক ইন ডেটঃ ২৯-০১-২০২০

কিভাবে আবেদন করবেনঃ ওয়াক-ইন-ইন্তারভিউতে উপস্থিত থাকার সময় প্ৰার্থীদের সমস্ত অরিজিনাল সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্ৰমাণপত্ৰের এক সেট সেলফ অ্যাটাস্টেড ফোটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে।

অভিজ্ঞতা না থাকা প্ৰার্থীদের আবেদন করার প্ৰয়োজন নেই এবং এসব আবেদন বাছাইয়ের জন্য বিবেচিত হবে না। কোনও প্ৰার্থী মিথ্যে অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে সিলেক্ট হলেও ওই সিলেকশন বাতিল করে দেওয়া হবে এবং কনট্ৰেক্টও টার্মিনেট করে দেওয়া হবে সঙ্গে সঙ্গেই।

তারিখঃ ২৯ জানুয়ারি ২০২০

সময়ঃ বেলা ১১টা থেকে

স্থানঃ অফিস অফ দ্য চেয়ারম্যান,নলবাড়ি ডেভেলপমেন্ট অথরিটি,ইদগাহ ময়দানের কাছে,বালিকোরিয়া,খরজারা রোড।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রিজিওনাল মেডিক্যাল রিসার্স সেন্টার এনই রিজিয়ান রিক্ৰুটমেন্ট ২০২০

Next Story
সংবাদ শিরোনাম