Begin typing your search above and press return to search.

মহানগরীতে নামঘর থেকে মূল্যবান সামগ্ৰী লুট করে নিল চোর

মহানগরীতে নামঘর থেকে মূল্যবান সামগ্ৰী লুট করে নিল চোর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 May 2019 1:17 PM GMT

গুয়াহাটিঃ ঘূর্ণি ঝড় ফেনির প্ৰভাবে প্ৰচণ্ড বৃষ্টি এবং ঘন ঘন বিদ্যুৎ কাটতির সু্যোগ নিয়ে চোরের দল গুয়াহাটির উজান বাজার স্থিত নামঘর থেকে মূল্যবান সামগ্ৰী লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে রবিবার কাকভোরে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো চোরের দল এখন রাজ্যের মন্দির ও নামঘরগুলোকেই টার্গেট করছে।

লতাশিল থানা থেকে বড়জোর ৫০০ মিটার দূরে উজানবাজারে সতী রাধিকা শান্তি রোডে রয়েছে বরখেলিয়া সর্বজনীন মহাপুরুষিয়া দিহিঙ্গিয়া নামঘর। শনিবার রবিবার রাতে অঝোরে ঝরছিল বৃষ্টি,ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। এরই সু্যোগ নিয়ে চোরেরা নামঘরে ঢুকে লুটপাট চালায়।

রবিবার ভোর ৪-৩০ নাগাদ একজন মহিলা নামঘর পরিষ্কার করতে এসে ভাঙা তালাটি মূল গেটে ঝুলতে দেখেন। সঙ্গে সঙ্গে মহিলাটি নামঘর পরিচালককে খবরটি দেন। চুরির ঘটনা তখনই প্ৰকাশ্যে আসে। মন্দির পরিচালকের মতে,চোরেরা দুটি সোনার ফুল,বেশকটি রুপোর ফুল,দুটি সোনার হার এবং দানপাত্ৰ থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে নিয়েছে। দানপাত্ৰটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ঘটনা সংক্ৰান্তে একটি এফআইআর দাখিল করা হয়েছে। পুলিশ জানায়,চুরি যাওয়া সামগ্ৰীর বেশকিছু এখনও তালিকাভুক্ত হয়নি।

পুলিশের মতে নামঘরে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। তবে নামঘর অভিমুখী সতী রাধিকা শান্তি পথের দুটো স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো আছে। পুলিশ এখন ওই দুটো ক্যামেরার ফুটেজ দেখার চেষ্টা করছে। তবে চুরি কাণ্ডে এখনও পর্যন্ত কাউকে গ্ৰেপ্তার করা হয়নি।

Next Story
সংবাদ শিরোনাম