Begin typing your search above and press return to search.

জম্মু ও কাশ্মীরে এনই মডেল ব্যবহার করা হবেঃ জিতেন্দ্ৰ সিং

জম্মু ও কাশ্মীরে এনই মডেল ব্যবহার করা হবেঃ জিতেন্দ্ৰ সিং

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  5 Sep 2019 11:59 AM GMT

গুয়াহাটিঃ উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন দপ্তরের(ডোনার)প্ৰতিমন্ত্ৰী জিতেন্দ্ৰ সিং বলেছেন,কেন্দ্ৰ সংবিধানের ৩৭১ ধারা রদ করছে না। উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে বর্তমানে এই ধারা বলবৎ রয়েছে। তিনি বলেন,কেন্দ্ৰ এখন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মডেল কেন্দ্ৰশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে প্ৰয়োগ করতে চলেছে।

কেন্দ্ৰীয় ডোনার মন্ত্ৰী সিং একদেশ এক সংবিধান সংক্ৰান্ত প্ৰচার অভিযানের অংশ হিসেবে দলের উত্তর পূর্বাঞ্চলীয় জোনের এক কর্মশালায় যোগ দিতে বুধবার এখানে এসেছেন।

এখানে কর্মশালার ফাকে সিং সাংবাদিকদের বলেন,ডোনার মন্ত্ৰকের একটি দল বৃহস্পতিবার নতুন করে সৃষ্ট কেন্দ্ৰশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে যাবে সেখানে উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন মডেল রূপায়ণের উদ্দেশ্যে।

‘২০১৪ সালে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি উত্তর পূর্বাঞ্চল ও জম্মু ও কাশ্মীর উন্নয়নের পরিকল্পনা করেছিলেন। গত পাঁচ বছরে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন বিশেষ করে পরিকাঠামো ও প্ৰকল্প উন্নয়নের পরিকল্পনা প্ৰস্তুত করা হয়েছিল। এই মডেল এখন আমরা জম্মু কাশ্মীরে রূপায়ণ করতে যাচ্ছি’।

লদাখের সাংসদ জ্যাময়েং সারিং নামগিয়াল,বিজেপি মুখপাত্ৰ মীনাক্ষী লেখি,বিজেপির উত্তরপূর্ব জোনের সেক্ৰেটারি অজয় জামওয়াল এবং রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিৎ কুমার দাস কর্মশালায় উপস্থিত ছিলেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআরসি ছুট স্থানীয় মানুষকে সাহা্য্য করবে আসুঃ লুরিনজ্যোতি গগৈ

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Burglar escaped from Interrogation Room at Sonari Police Station | The Sentinel News

Next Story
সংবাদ শিরোনাম