উত্তর-পুবের সব রাজ্যে এনআরসি এবং আইএলপি প্ৰবর্তনের দাবি নেসোর

উত্তর-পুবের সব রাজ্যে এনআরসি এবং আইএলপি প্ৰবর্তনের দাবি নেসোর
Published on

গুয়াহাটিঃ উত্তর পূর্ব ছাত্ৰ সংগঠনের(নেসো)কার্যনির্বাহী পরিষদের বৈঠকে বৃহস্পতিবার এনআরসি(রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি)প্ৰক্ৰিয়া উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যে শুরু করার দাবি জানানো হয়েছে। এখানে অনুষ্ঠিত নেসোর কার্যনির্বাহী পরিষদের বৈঠকে ক্যাবের(নাগরিকত্ব সংশোধনী বিল)বিরুদ্ধে জোর বিরোধিতা করা হয়। নেসো আরও দাবি করেছে উত্তর পূর্বাঞ্চলের প্ৰত্যেক রাজ্যে ইনার লাইন পারমিট(আইএলপি)প্ৰথা চালু করার। একই সঙ্গে নেসো সরকারি ক্ষেত্ৰ এবং রাষ্ট্ৰায়ত্ত খণ্ডের(পিএসইউএস)প্ৰতিষ্ঠানে স্থানীয় ভূমিপুত্ৰদের নিয়োগের জন্য পদক্ষেপ নেওয়া উচিত বলে দাবি করেছে।

এনআরএল(নুমলিগড় রিফাইনারি লিমিটেড)বেসরকারীকরণে এবং সেইসঙ্গে নিপকো(নর্থ ইস্টার্ন ইলেকট্ৰিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড)বিলগ্নিকৃত করতে কেন্দ্ৰের প্ৰস্তাব রাখার রিপোর্টটিরও বিরোধিতা করেছে উত্তর পুবের ছাত্ৰ সমাজের ছত্ৰ সংগঠনটি। কেন্দ্ৰ এক দেশ,এক ভাষা নীতি প্ৰয়োগ এবং সেইসঙ্গে খসড়া শিক্ষানীতির যে প্ৰস্তাব রেখেছে তারও বিরোধিতা করেছে নেসো।

বৈঠক শেষে নেসোর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য সাংবাদিকদের বলেন,‘আমরা এনআরসি প্ৰক্ৰিয়া উত্তর পুবের সব রাজ্যে চালানোর দাবি করেছি। এই গুরুত্বপূর্ণ প্ৰক্ৰিয়াটি উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যেই শুরু করা অত্যন্ত প্ৰয়োজন। একমাত্ৰ এই প্ৰক্ৰিয়ার মাধ্যমেই উত্তর পূর্বাঞ্চলকে বিদেশি মুক্ত রাখা যাবে’।

অসমে সদ্য প্ৰকাশিত এনআরসি সম্পর্কে ভট্টাচার্য বলেন,‘সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)রাজ্যে যেভাবে এনআরসির কাজ চালানো হয়েছে তাতে সন্তুষ্ট হতে পারেনি। তাই এই ইস্যু নিয়ে আসু ইতিমধ্যেই সুপ্ৰিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কারণ সুপ্ৰিম কোর্টের বিশেষ তদারকিতেই অসমে এনআরসি-র কাজ চালানো হয়েছিল। ‘এনআরসি’-র ডাটা পুনঃপরীক্ষার জন্যই আসু সুপ্ৰিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এব্যাপারে সুপ্ৰিম কোর্টে শুনানির দিন ধার্য হয়েছে ২৬ নভেম্বর’।

ক্যাব সম্পর্কে ভট্টাচার্য বলেন,ক্যাব শুরু হওয়ার সময় থেকেই আমরা এর বিরোধিতা করে আসছি। উত্তর পূর্বাঞ্চল ক্যাবের বিরুদ্ধে আওয়াজ তুলেই যাবে। ‘আগামি ১৮ নভেম্বর নেসো ইউনিট রাজভবনের সামনে ক্যাবের বিরুদ্ধে প্ৰতিবাদ বিক্ষোভ প্ৰদর্শন করবে। ক্যাব এনে কেন্দ্ৰীয় সরকার রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তিনি বলেন,‘একজন বিদেশি বিদেশিই। ধর্মের ভিত্তিতে বিদেশি চিহ্নিত করা আমরা কখনোই মেনে নেবো না। কেন্দ্ৰ গো ধরে থাকলেও আমরা তা রেয়াত করবো না’-বলেন তিনি।

‘ক্যাব বিষয়টি হচ্ছে সাম্প্ৰদায়িক,স্থানীয় এবং উত্তর পূর্বাঞ্চল বিরোধী। এটা ভারতীয় সংবিধানের মূল ধারারও পরিপন্থী। উত্তর পূর্বাঞ্চল কখনোই অবৈধ বিদেশির আস্তাকুঁড়ে হতে পারে না। আমরা কেন্দ্ৰকে সতর্ক করে দিচ্ছি উত্তর পূর্বের ওপর ক্যাব যেন চাপিয়ে দেওয়া না হয়। কেন্দ্ৰের প্ৰতি আমাদের বার্তা হলো উত্তরপূর্বের মানুষের ভাবাবেগ নিয়ে খেলার চেষ্টা যেন তারা না করে’।

উত্তর পূর্বাঞ্চলের স্থানীয় মানুষের নিরাপত্তার স্বার্থে একটা বিশেষ অর্থনৈতিক নীতি গ্ৰহণেরও দাবি জানিয়েছে নেসো।

নেসোর চেয়ারম্যান স্যামুয়েল জিরওয়া বলেন,কেন্দ্ৰের নজর এই অঞ্চলের খনিজ সম্পদের প্ৰতি। উত্তর পূর্বের উন্নয়নে তাদের তেমন আগ্ৰহ নেই। তাই এই অঞ্চলের মানুষজনের অর্থনৈতিক উন্নয়নে আন্দোলনের প্ৰয়োজন রয়েছে। জিরওয়া আরও উল্লেখ করেন প্ৰতি বছর এই অঞ্চল থেকে বহু ছাত্ৰ দেশের অন্যান্য স্থানে পড়তে যায়। তিনি এই অঞ্চলে সব ধরনের শিক্ষা পরিকাঠামো স্থাপনের আর্জি জানান,যাতে স্থানীয় ছাত্ৰরা নিজেদের এলাকায় থেকে উচ্চ শিক্ষা লাভে সমর্থ হয়। এতে অভিভাবকরা তাঁদের ছেলে-মেয়েকে কাছে পাবেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Meet Priya Debnath “Miss Sports Model India-2019” title winner from Margherita

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com