Begin typing your search above and press return to search.

বিটিএডিতে নতুন রাজনৈতিক দল গঠনের কুচকাওয়াজ

বিটিএডিতে নতুন রাজনৈতিক দল গঠনের কুচকাওয়াজ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  11 Feb 2020 10:01 AM GMT

গুয়াহাটিঃ বোড়োল্যান্ড টেরিটরিয়াল অটোনমাস ডিস্ট্ৰিক্ট-এর(বিটিএডি)রাজনৈতিক সমীকরণে এক বড় ধরনের পরিবর্তন সূচিতে হতে চলেছে বোড়োভূমিতে নতুন রাজনৈতিক দল গঠনের কুচকাওয়াজ শুরু হওয়ায়। ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট অফ বোড়োল্যান্ড(এনডিএফবি)-এর চারটি গোষ্ঠী এবং বর্তমানে থাকা রাজনৈতিক দল ইউপিপিএল,ইউনাইটেড পিপলস পার্টি(লিবারেশন)সহ নিখিল বোড়ো ছাত্ৰ ইউনিয়ন(আবসু)এই নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেছে। হাগ্ৰামা মহিলারির নেতৃত্বাধীন বোড়োল্যান্ড পিপলস ফ্ৰন্টের(বিপিএফ)বিকল্প হিসেবেই নতুন রাজনৈতিক দল গঠনের এই কুচকাওয়াজ শুরু হয়েছে বোড়োভূমিতে। বিটিএডিতে আগামি এপ্ৰিল মাসে নির্বাচন হচ্ছে। এরই পরিপ্ৰেক্ষিতে এনডিএফবি-র চারটি গোষ্ঠী,ইউপিপিএল এবং আবসু সম্মিলিতভাবে নতুন রাজনৈতিক দল গঠনের যৌথ উদ্যোগ নিয়েছে।

এব্যাপারে আবসু আগামি ১২ ও ১৩ ফেব্ৰুয়ারি বিটিএডি-র তামুলপুরে এক সম্মেলন ডেকেছে। বোড়োভূমিতে নতুন রাজনৈতিক দল গঠনে এই সম্মেলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আঁচ করা হচ্ছে। এনডিএফবি-র সব গোষ্ঠীকে এই সম্মেলনে আমন্ত্ৰণ জানানো হয়েছে। এনডিএফবির গোষ্ঠীগুলো সহ বোড়ো ছাত্ৰ সংগঠনটি মনে করে একমাত্ৰ রাজনৈতিক ক্ষমতার মাধ্যমেই বোড়ো মানুষের আর্থ সামাজিক উন্নতি ত্বরাম্বিত করা যেতে পারে।

জানা গিয়েছে যে,প্ৰস্তাবিত এই সম্মেলনের সময় আবসু সভাপতি প্ৰমোদ বোড়ো ছাত্ৰ সংগঠনের দায়িত্ব ছেড়ে দিয়ে সক্ৰিয় রাজনীতিতে অংশ নিতে পারেন।

এনডিএফবি(প্ৰগতিশীল)-এর সভাপতি গোবিন্দ বসুমতারি,দ্য সেন্টিনেলকে বলেন,‘এখনও পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে এনডিএফবি-র সব গোষ্ঠী,ইউপিপিএল নতুন রাজনৈতিক দল গঠনের প্ৰয়োজনীয়তার কথা গুরুত্বের সঙ্গে বিচার বিবেচনা করছে। আবসুর সম্মেলনের পরই এব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে’।

এনডিএফবি(পি)আখেরে বিপিএফ-এর সঙ্গে হাত মেলানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে বসুমতারি বলেন,‘আমরা এ সম্পর্কে কোনও সিদ্ধান্ত নেইনি। বিপিএফ-এর সঙ্গে আমাদের আলোচনায় বসতে হবে। তবে এটা কতটুকু ফলপ্ৰসূ হবে সেটা বলা যাচ্ছে না। গত দুই-তিন মাসের মধ্যে বিপিএফ-এর সঙ্গে আমাদের কোনও আলোচনাই হয়নি।

এনডিএফবি নেতা বলেন,‘ইউপিপিএল অবশ্য আমাদের সঙ্গেই রয়েছে’। আবসু ও এনডিএফবির সমর্থনেই রাজনৈতিক দল বাস্তব রূপ নিতে পারে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসম চুক্তির ৬নং দফা নিয়ে উচ্চস্তরীয় কমিটির রিপোর্ট চূড়ান্ত

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Swearing in ceremony of State Chief Information Commissioner

Next Story
সংবাদ শিরোনাম