দিল্লিতে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্ৰাহকদের বিদ্যুৎ বিল দিতে হবে নাঃ কেজরিওয়াল

দিল্লিতে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্ৰাহকদের বিদ্যুৎ বিল দিতে হবে নাঃ কেজরিওয়াল

নয়াদিল্লিঃ দিল্লির মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিওয়াল রাজধানীতে বসবাসকারী লোকেদের জন্য আজ আরও একটা সুখবর শোনালেন। মুখ্যমন্ত্ৰী কেজরিওয়াল বৃহস্পতিবার ঘোষণা করেছেন,রাজধানীতে বসবাসকারী লোকেরা এখন থেকে নিখরচায় বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন,তবে বিদ্যুৎ ব্যবহারের মাত্ৰা যেন ২০০ ইউনিট ছাড়িয়ে না যায়। দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীরা বিদ্যুৎ বিল চুকনো থেকে রেহাই পাচ্ছেন কেজরিওয়ালের এই ঘোষণা অনু্যায়ী। আপনি এটাকে দিল্লির মানুষের জন্য একটা বিরাট প্ৰস্তাব হিসেবে অভিহিত করবেন না এটাকে কেজরিওয়ালের একটা কৌশল হিসেবে ধরবেন সেটাই এখন বড় প্ৰশ্ন। তবে একটা বিষয় নিশ্চিত যে মুখ্যমন্ত্ৰীর এই নতুন ঘোষণা সমাজের একশ্ৰেণির বিদ্যুৎ গ্ৰাহককে বিদ্যুতের ব্যবহার কমাতে উৎসাহিত করবে,যাতে বিদ্যুৎ বিল চুকতে না হয়।

আজ এখানে এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে কেজরিওয়াল একথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্ৰী আরও উল্লেখ করেছেন যে সারা মাসে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ যারা ব্যবহার করবেন তাদের ক্ষেত্ৰে সম্পূর্ণ ভরতুকির ব্যবস্থা থাকছে। আরও একশ্ৰেণির বিদ্যুৎ গ্ৰাহকদের জন্য ৫০ শতাংশ বিদ্যুৎ ভরতুকি দেওয়া হবে। তিনি বলেন,সারা মাসে ২০১ থেকে ৪০১ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ যারা ব্যবহার করবেন সেই সব গ্ৰাহকদের জন্য ৫০ শতাংশ ভরতুকির ব্যবস্থা থাকছে।

ওই সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল আরও বলেছেন,দিল্লিতে বসবাসকারী যে সব ব্যক্তি বা পরিবার দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবেন তাদের ইলেকট্ৰিক বিল দেওয়ার প্ৰয়োজন নেই। এই সব ব্যক্তিরা শূন্য ইলেকট্ৰিসিটি বিল পাবেন। ২০১ থেকে ৪০১ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্ৰাহকরা আনুমানিক ৫০ শতাংশ ভরতুকি পাচ্ছেন।

আম আদমি পার্টির(এএপি)সদস্য আতিসি এক টুইটে মুখ্যমন্ত্ৰীর এই ঘোষণার কথা জানিয়েছেন। ঘোষণায় আরও বলা হয়েছে,গতকাল পর্যন্ত যারা ২০০ ইউনিটের জন্য ৬২২ টাকার বিল দিয়েছেন তাদের আর বিল দেওয়ার প্ৰয়োজন হবে না। একই সঙ্গে যারা ২৫০ ইউনিটের জন্য ৮০০ টাকা দিয়েছেন তাদের আর মাত্ৰ ২৫২ টাকা আদায় দিতে হবে। ৩০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ৫২৬ টাকা পে করতে হবে এবং ৪০০ ইউনিট ব্যবহারের ক্ষেত্ৰে নতুন বিলের অঙ্ক হবে পূর্বের ১,৩২০ টাকার বিপরীতে ১,০৭৫ টাকা।

দিল্লির মুখ্যমন্ত্ৰী রাজধানী শহরে মহিলাদের জন্য নিখরচায় বাসে চলাচলের সুবিধার কথা ঘোষণা করেছিলেন ইতিপূর্বে। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই এই নতুন ঘোষণা করলেন কেজরিওয়াল।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com