Begin typing your search above and press return to search.

সারা দেশে এনআরসি করানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনওঃ কেন্দ্ৰ

সারা দেশে এনআরসি করানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনওঃ কেন্দ্ৰ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  5 Feb 2020 7:55 AM GMT

নয়াদিল্লিঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি নিয়ে দেশ জুড়ে প্ৰতিবাদ চলার পরিপ্ৰেক্ষিতে কেন্দ্ৰীয় সরকার মঙ্গলবার লোকসভায় বলেছে,সারা দেশে এনআরসি করানোর কোনও সিদ্ধান্ত এখন পর্যন্ত গ্ৰহণ করা হয়নি। স্বরাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী নিত্যানন্দ রাই মঙ্গলবার বলেছেন,‘রাষ্ট্ৰীয় পর্যায়ে এনআরসি প্ৰস্তুত করার কোনও সিদ্ধান্ত এখন অবধি গ্ৰহণ করেনি কেন্দ্ৰ’। লোকসভায় এক প্ৰশ্নের জবাবে একথা জানান রাই। রাষ্ট্ৰীয় জনসংখ্যা পঞ্জি(এনপিআর)প্ৰস্তুত করা সম্পর্কে তিনি বলেন,জনসংখ্যা পঞ্জি হচ্ছে এমন একটা পঞ্জি যেখানে একজন ব্যক্তি কোনও গ্ৰাম অথবা গ্ৰামীণ এলাকা কিংবা শহর ও শহরের নির্ধারিত ওয়ার্ডে বসবাস করছেন তার বিস্তারিত তথ্য থাকবে এতে। ‘২০১০ সালে এনপিআর প্ৰথমবার প্ৰস্তুত করা হয়েছিল এবং ২০১৫ সালে সেটি আপডেট করা হয়। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের অধীনে প্ৰস্তুত করা নাগরিকত্ব নীতি(রেজিস্ট্ৰেশন অফ সিটিজেনস অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেনটিটি কার্ডস)২০০৩-এর রুল ৩ এর উপধারা(৪) অনু্যায়ী কেন্দ্ৰীয় সরকার ২০২০-র এপ্ৰিল থেকে সেপ্টেম্বরের মধ্যে অসম ছাড়া দেশে জনগণনার পাশাপাশি গ্ৰাম অথবা শহরে বসবাসকারী প্ৰত্যেক ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্ৰহের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এনপিআর নবায়নকালে নথিপত্ৰ সংগ্ৰহ করা বাধ্যতামূলক হবে কিনা এ সম্পর্কিত এক প্ৰশ্নের জবাবে রাই বলেন,প্ৰতিটি পরিবার এবং ব্যক্তির জনবিন্যাস এবং অন্যান্য তথ্যাদির আপডেটও সংগ্ৰহ করা হবে। তবে এনপিআর নবায়নের সময় নাগরিকদের কাছ থেকে কোনও নথিপত্ৰ সংগ্ৰহ করা হবে না। শুধু তাই নয়,আধার নম্বর দেওয়াও বাধ্যতামূলক নয়-বলেন রাই। এনপিআর নবায়নের সময় যে সমস্ত ব্যক্তির নাগরিকত্ব নিয়ে সন্দেহ দেখা যাবে,তাদের ক্ষেত্ৰেও কোনও ভেরিফিকেশন করা হবে না। নাগরিকরা শুধু তাদের জ্ঞান বিশ্বাস অনু্যায়ী সঠিক এবং সত্য তথ্য জানাবেন। তিনি বলেন,এনপিআর বা জনসংখ্যা পঞ্জি নিয়ে যে সমস্ত রাজ্য আপত্তি তুলেছে কেন্দ্ৰীয় সরকার সেই সমস্ত রাজ্যের সঙ্গে আলোচনা করবে। জনসংখ্যা রেজিস্টার সম্পর্কে সরকার যথেষ্ট নমনীয় অবস্থান নিয়েছে বলে রাই উল্লেখ করেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ উ.পুবে পিএফ-এর টাকা অনাদায়ী প্ৰতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবেঃ কে এল গোয়েল

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Farmer killed in road accident in Bijni

Next Story
সংবাদ শিরোনাম