২০ জানুয়ারি থেকে ১১ এপ্ৰিল পর্যন্ত গুয়াহাটি-ব্যাংককের মধ্যে নক এয়ার-এর বিমান উড়ান বাতিল

গুয়াহাটিঃ নক এয়ার আগামি ২০ জানুয়ারি থেকে গুয়াহাটি এবং ব্যাংককের মধ্যে বিমান উড়ান সাময়িকভাবে স্থগিত রাখছে। ২০১৯-এর ২২ সেপ্টেম্বর থেকে গুয়াহাটি-ব্যাংককের মধ্যে এই বিমান সেবা চালু করেছিল নক এয়ার। সপ্তাহে দুদিন চলছিল এই বিমান উড়ান। ২০২০-র ১২ এপ্ৰিল থেকে গুয়াহাটি-ব্যাংককের মধ্যে এই বিমান সেবা ফের চালু হবে বলে আশা করা হচ্ছে। এপ্ৰিল থেকে বিমান উড়ানের সূচি খুব শিগগিরই ঘোষণা করা হবে। যে সমস্ত যাত্ৰী বর্তমান সময়ের জন্য বিমানের টিকিট কিনেছিলেন তাদের পুরো টাকা ফেরৎ দেওয়া হবে-ঘোষণা করেছে নক এয়ার।
২০১৯-এর ২২ সেপ্টেম্বর নক এয়ার গুয়াহাটি থেকে এই বিমান সেবা চালু করেছিল। সপ্তাহে দুদিন নক এয়ারের বিমান দুটো অভীষ্ঠ লক্ষ্যে উড়ান দিচ্ছিলো। শুরুতে বিমান ভাড়ার অঙ্ক ধার্য হয়েছিল ৬৯৯৯ টাকা। এই বিমান সেবার ফলে এই অঞ্চলের যাত্ৰীদের ব্যাংককে যাওয়া সহজ হয়েছিল। গুয়াহাটি থেকে প্ৰতি বৃহস্পতি ও রবিবার রাত ১-৪০ মিনিটে বিমানটি ব্যাংককের উদ্দেশে উড়ান দিচ্ছিলো। উল্টোদিকে ব্যাংকক থেকে বুধ ও শনিবার রাত ১১.৩০ মিনিটে উড়ান দিচ্ছিলো নক এয়ারের বিমান। শুরুতে বিনা মূল্যে যাত্ৰীদের গরম খাবার জোগার দেওয়ারও ব্যবস্থা করেছিল তারা।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ মাহমরার যোগেন মোহন ও তিনসুকিয়ার সঞ্জয় কিষান অসম মন্ত্ৰিসভায় অন্তর্ভুক্ত
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Anti-CAA Sit-in Protest observed during Silpi Divas at Nehru Park in Guwahati