Begin typing your search above and press return to search.

অরুণাচল প্ৰদেশে দুষ্কৃতীর গুলিতে এনপিপি বিধায়ক সহ নিহত ৭

অরুণাচল প্ৰদেশে দুষ্কৃতীর গুলিতে এনপিপি বিধায়ক সহ নিহত ৭

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 May 2019 12:11 PM GMT

গুয়াহাটিঃ ২৩ মে লোকসভা নির্বাচনের ভোট গণনার জন্য যখন চারদিকে প্ৰস্তুতির পালা চলছে সেই সময় মঙ্গলবার বেলা ১১টা নাগাদ অরুণাচল প্ৰদেশে এক শোকাবহ খুনের ঘটনা ঘটে। কিছু অজ্ঞাত দুষ্কৃতী অরুণাচল প্ৰদেশের খোনসা ওয়েস্টের ন্যাশনাল পিপলস পার্টির(এনপিপি)বিধায়ক তিরং আবহকে গুলি করে হত্যা করেছে।

দুষ্কৃতীর এই আক্ৰমণে তিরং আবহ ছাড়াও অন্যান্য ছয়জনের মৃত্যু হয়েছে গুলিতে। রিপোর্ট মতে,এই আক্ৰমণের নেপথ্যে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড এনএসসিএন(আইএম)-এর হাত থাকতে পারে। অরুণাচল প্ৰদেশের টিরাপ জেলার বগাপানি অঞ্চলে এই আক্ৰমণের ঘটনা ঘটে। এদিকে এনপিপি প্ৰধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড কে সাংমা তিরং,তাঁর পরিবার ও নিরাপত্তা কর্মীদের ওপর এই বর্বর আক্ৰমণের কঠোর ভাষায় নিন্দা করেছেন। খোনসা ওয়েস্টের জেলাশাসক দ্য সেন্টিনেল ডিজিটেলকে বলেছেন,সন্দেহভাজন এনএসসিএন(আইএম)ক্যাডাররা এনপিপি বিধায়ক সহ প্ৰায় ১১ জনকে গুলি করে হত্যা করেছে।

Next Story