Begin typing your search above and press return to search.

এনআরসিঃ আপত্তি নিয়ে হয়রানির মুখে পড়া ভারতীয়দের সাহায্য করবে আসু

এনআরসিঃ আপত্তি নিয়ে হয়রানির মুখে পড়া ভারতীয়দের সাহায্য করবে আসু

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  8 May 2019 1:35 PM GMT

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)এবং ৩০টি অন্যান্য সংগঠন এনআরসিতে নাম অন্তর্ভুক্তির ব্যাপারে ১৯৭১ সালের আগে আসা স্থানীয় লোকেদের সাহায্য করবে। তাছাড়া এনআরসি-র সম্পূর্ণ খসড়ায় নাম অন্তর্ভুক্ত যে সব মানুষের বিরুদ্ধে আপত্তি দাখিল করে হয়রানি করা হচ্ছে তাদেরও সাহায্য করবে ছাত্ৰ সংগঠনটি।

আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথ মঙ্গলবার এক প্ৰেস বিবৃতিতে বলেন,‘কিছু লোকের বিরুদ্ধে আপত্তি দাখিলে অনিয়মের রিপোর্ট পাওয়া গেছে। তবে আসু এবং অন্যান্য ৩০ সংগঠন যে সব প্ৰকৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আপত্তি জানানো হয়েছে তাদের সাহায্য করতে কোনও দ্বিধা করবে না।

এনআরসি-র সম্পূর্ণ খসড়ায় নাম অন্তর্ভুক্ত প্ৰায় দুলক্ষ লোকের নাম অন্তর্ভুক্তির অযোগ্য বিবেচনা করে দুলক্ষ আবেদনপত্ৰ জমা পড়েছে। ৩,২৯,৯১,৩৮৪ জন আবেদনকারীর মধ্যে ২,৮৯,৮০,৬৭৭ জন লোকের নাম সম্পূর্ণ খসড়ায় ঠাঁই পেয়েছে। প্ৰায় ৪০ লক্ষ লোকের নাম সম্পূর্ণ খসড়ায় ওঠেনি। এদের মধ্যে ৩৬ লক্ষ মানুষ চূড়ান্ত এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য দাবি জানিয়েছেন।

এনআরসি কর্তৃপক্ষ বর্তমানে দাবি ও আপত্তি নিয়ে শুনানি চালিয়ে যাচ্ছে। চলতি বছর ৩১ জুলাই চূড়ান্ত এনআরসি প্ৰকাশিত হবে।

‘দাবি এবং আপত্তি দুটোই আইনিভাবে যথার্থ এবং সুপ্ৰিমকোর্ট বর্তমানে এর তদারক করছে। আসু এবং অন্যান্য জাতীয় সংগঠনগুলি উভয়ক্ষেত্ৰে জনগণকে সাহায্য করছে। আপত্তি সংক্ৰান্ত ক্ষেত্ৰে কিছু অনিয়ম হয়েছে। তবে প্ৰকৃত যে সব ভারতীয় নাগরিক আপত্তির মুখে পড়েছেন আসু তাদের সবধরনের সাহায্য করবে’-বলেন নাথ।

Next Story
সংবাদ শিরোনাম