Begin typing your search above and press return to search.

এনআরসিঃ নাম অন্তর্ভুক্তির জন্য দাবি না জানানো ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করবে দিশপুর

এনআরসিঃ নাম অন্তর্ভুক্তির জন্য দাবি না জানানো ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করবে দিশপুর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 May 2019 1:10 PM GMT

গুয়াহাটিঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির(এনআরসি)সম্পূর্ণ খসড়ায় নাম না ওঠা সত্ত্বেও ব্যাপক সংখ্যক মানুষ নাম অন্তর্ভুক্তির জন্য দাবি না জানানোয় দিশপুর তাদের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। তবে এই সব লোকেরা এনআরসি-র খসড়ায় নাম অন্তর্ভুক্তির জন্য ইতিপূর্বে আবেদন জানিয়েছিলেন। গৃহ ও রাজনৈতিক দপ্তরের একটি সূত্ৰের মতে,‘এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ এই সব মানুষের অবস্থান নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে’। এব্যাপারে গৃহ ও রাজনৈতিক বিভাগ রাজ্য পুলিশের সীমান্ত শাখাকে এনআরসি সমন্বয়কের সঙ্গে পরামর্শ করে এদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ ইস্যু করেছে।

দিশপুরের এই তদন্ত অভিযানের সফলতা অনেকাংশেই এনআরসি কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে। কারণ এই সব নাম ছুটরা পূর্বে আবেদন করেও পরে নাম অন্তর্ভুক্তির জন্য কোনও দাবি জানাননি।

অন্যদিকে,সুপ্ৰিমকোর্টের নির্দেশে মানতে এনআরসি কর্তৃপক্ষ বাধ্য। কারণ সুপ্ৰিম কোর্ট এনআরসি কর্তৃপক্ষকে কড়া নির্দেশ নিয়েছিল তারা যেন কোনও সংস্থার সঙ্গে এনআরসি সংক্ৰান্ত তথ্য শেয়ার না করেন।

সেইহেতু এর আগে বিধানসভার অধিবেশনের সময় এনআরসি কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও তথ্য কারও সঙ্গে শেয়ার করেনি। এই পরিপ্ৰেক্ষিতে এনআরসি কর্তৃপক্ষ যদি এই সব সন্দেহজনক মানুষের গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিয়ে সীমান্ত পুলিশের সঙ্গে শেয়ার করে তবেই প্ৰস্তাবিত তদন্তের কাজ সফল হওয়া সম্ভব। এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছিলেন ৩.২৯ লক্ষ মানুষ। এরমধ্যে ২০১৮-র ৩০ জুলাই প্ৰকাশিত এনআরসি-র সম্পূর্ণ খসড়া থেকে বাদ পড়ে ৪০.০৭ লক্ষ মানুষের নাম। এই সব লোকেদের নাম অন্তর্ভুক্তির ব্যাপারে এনআরসি কর্তৃপক্ষ সু্যোগও দিয়েছে। বর্তমানে দাবি ও আপত্তি নিয়ে শুনানি চলছে। মোট ৩৬.২ লক্ষ মানুষ নাম অন্তর্ভুক্তির জন্য ফের দাবি জানিয়েছেন। খসড়ায় ইতিমধ্যে নাম অন্তর্ভুক্ত দুলক্ষ লোকের বিরুদ্ধে আপত্তি জমা পড়েছে।

Next Story
সংবাদ শিরোনাম