এনআরসি ছুটরা রিজেকশন অর্ডারের কপি নভেম্বরের আগে নাও পেতে পারেন,আশঙ্কা সচেতন মহলের

এনআরসি ছুটরা রিজেকশন অর্ডারের কপি নভেম্বরের আগে নাও পেতে পারেন,আশঙ্কা সচেতন মহলের
Published on

গুয়াহাটিঃ চূড়ান্ত নাগরিক পঞ্জি(এনআরসি)থেকে যে সমস্ত মানুষ বাদ পড়েছেন তারা এনআরসি কর্তৃপক্ষের কাছ থেকে সার্টিফায়েড রিজেকশন অর্ডার এবছর নভেম্বরের আগে পাচ্ছেন না। এই আশঙ্কা প্ৰকাশ করেছেন সচেতন মহল। এনআরসি কর্তৃপক্ষ নাম ছুটদের কবে নাগাদ রিজেকশন অর্ডার ইস্যু করবে তার সঠিক তারিখ সম্বন্ধে এমনকি রাজ্য সরকারও নিশ্চিত নয়। সংশ্লিষ্ট নাম ছুটদের জন্য রিজেকশন অর্ডার খুবই গুরুত্বপূর্ণ। কারণ রিজেকশন অর্ডার হাতে পাওয়ার ১২০ দিনের মধ্যে নাম ছুটরা ফরেনার্স ট্ৰাইবুনালে(এফটি)আবেদন জানাতে পারবেন।

এনআরসি-র রাজ্য সমন্বয়ক সম্প্ৰতি ডিস্ট্ৰিক্ট রেজিস্ট্ৰার অফ সিটিজেনস রেজিস্ট্ৰেশন(ডিআরসিআরএস)অথবা জেলাশাসকদের(ডিসি)‘স্পিকিং অর্ডার’-এর স্কেনিং,যার সঙ্গে রিজেকশন অর্ডার ও অন্যান্য প্ৰাসঙ্গিক নথিপত্ৰ জড়িয়ে আছে তার কাজ ৩১ অক্টোবর ২০১৯-এর মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। এই বিষয়টি নিয়ে একটা আশঙ্কা ঘণীভূত হচ্ছে। চূড়ান্ত এনআরসি থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে কেন বাদ দেওয়া হলো স্পিকিং অর্ডারে তার কারণ উল্লেখ করা থাকবে। চূড়ান্ত এনআরসির পরিপূরক তালিকা প্ৰকাশিত হয়েছিল ২০১৯-এর ৩১ আগস্ট তারিখে। এদিকে চূড়ান্ত নাগরিক পঞ্জি থেকে ব্যাপক সংখ্যা স্থানীয় ভূমিপুত্ৰ মানুষের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে।

নাম ছুটদের রিজেকশন অর্ডারের কপি সম্পর্কে এনআরসি কর্তৃপক্ষ সম্প্ৰতি বলেছিলেন,‘চূড়ান্ত এনআরসি থেকে নামছুটদের রিজেকশন অর্ডার-এর কপি ইস্যু করার জন্য মানুষের কাছ থেকে প্ৰস্তাব পাওয়া গেছে। জনগণ এটা ভাল করেই জানেন যে নির্ধারিত এনআরসি সেবা কেন্দ্ৰগুলি(এনএসকে)থেকে দূরে বিভিন্ন স্থানে আবেদনকারীদের শুনানি গ্ৰহণ করা হয়েছিল। এনআরসি অফিসাররা শুনানির পর যে সমস্ত অর্ডার ইস্যু করেছিলেন সেগুলো সংগ্ৰহের কাজ চলছে যাতে করে সেগুলোর কপি নাম ছুটদের হাতে তুলে দেওয়া যায় তাদের আবেদন দাখিলের সুবিধার্থে। এব্যাপারে শীঘ্ৰই একটা সময়সীমা বেঁধে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল’।

চূড়ান্ত নাগরিক পঞ্জিতে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন জানিয়েছিলেন ৩,৩০,২৭,৬৬১ জন, মোট ৬৮,৩৭,৬৬০টি আবেদন পত্ৰের মাধ্যমে। গত ৩১ আগস্ট প্ৰকাশিত চূড়ান্ত এনআরসিতে ৩,১১,২১,০০৪ জনের নাম অন্তর্ভুক্তির যোগ্য হিসেবে ঘোষণা করা হয়। ১৯,০৬,৬৫৭ জন আবেদনকারী চূড়ান্ত এনআরসি থেকে বাদ পড়েন এবং তাদের নাম এনআরসিতে অন্তর্ভুক্তির অযোগ্য ঘোষণা করা হয়েছিল।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Tea Garden workers at Sonari Borahi Tea Estate stage Protest | The Sentinel News | Assam News

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com