এনআরসি ছুট,এফটি মামলা ২০২১-এর জনগণনায় প্ৰভাব ফেলবে না

এনআরসি ছুট,এফটি মামলা ২০২১-এর জনগণনায় প্ৰভাব ফেলবে না

গুয়াহাটিঃ ডিপ্লোমেটিক স্ট্যাটাস থাকা বিদেশি ছাড়া অসমে বসবাসকারী সব ব্যক্তিকেই ২০২১-এর জনগণনার আওতায় আনা হবে। রাজ্যে নির্দিষ্ট একটা শ্ৰেণির মানুষের মধ্যে ভয় ও আশঙ্কা দেখা দিয়েছে যে চূড়ান্ত এনআরসি থেকে যাদের নাম বাদ পড়েছে এবং যারা বিদেশি ট্ৰাইবুনালে(এফটি)মামলা লড়ছেন তাদের নাম আগামি বছরের জনগণনায় অন্তর্ভুক্ত নাও হতে পারে। কিছু সংখ্যালঘু সংগঠন এই ইস্যুতে স্পষ্টীকরণ চেয়ে রেজিস্ট্ৰার জেনারেল অফ ইন্ডিয়ার(আরজিআই)সঙ্গে দেখা করারও সিদ্ধান্ত নিয়েছে।

‘সমস্ত ব্যক্তি(বিদেশি এবং তাদের পরিবার যাদের ডিপ্লোমেটিক স্ট্যাটাস রয়েছে তারা ছাড়া)২০২১-এর ৯ ফেব্ৰুয়ারি থেকে ২৮ ফেব্ৰুয়ারি পর্যন্ত রাজ্যে থাকবেন জনগণনাকালে তারা গণনার উপযুক্ত বলে গণ্য হবেন’। আরজিআই কার্যালয়ের একটি সূত্ৰ একথা জানিয়েছে। ‘গণনাকারীদের প্ৰতি আরজিআই-র ইনস্ট্ৰাকশন ম্যানুয়েল অনু্যায়ী সব বিদেশি(যাদের ডিপ্লোমেটিক স্ট্যাস্টাস নেই)২ ফেব্ৰুয়ারি থেকে ২৮ ফেব্ৰুয়ারি ২০২১-এর গণনার সময়ে)টানা ২০ দিন ভারতের যেকোনও স্থানে থাকুন না কেন তাদের গণনায় অন্তর্ভুক্ত করা হবে। তাই এনআরসি ছুট ব্যক্তি এবং এফটিতে যারা মামলা লড়ছেন তাদের গণনা না করার প্ৰশ্নই উঠছে না’। জনগণনায় তারাও অন্তর্ভুক্ত হচ্ছেন’-উল্লেখ করেছে সূত্ৰটি।

উল্লেখ্য,চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)থেকে বাদ পড়েছে ১৯ লক্ষাধিক লোকের নাম। তাছাড়া ১.২০ লক্ষ ‘ডি’(সন্দেহজনক)ভোটার এবং এক লক্ষের বেশি ঘোষিত বিদেশি রয়েছেন।

অন্যদিকে,অসম সরকার ২০২১-এ রাজ্য জুড়ে জনগণনা চালাতে ব্যবস্থা নিচ্ছে। ২০২১ সালে জনগণনার প্ৰথম পর্যায়ে ২০২০-র ২০ এপ্ৰিল থেকে ২০মে-র মধ্যে রাজ্যে বাড়ি গণনার কাজ সারা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে ২০২১-এর ৯ থেকে ২৮ ফেব্ৰুয়ারির মধ্যে সম্পন্ন করা হবে জনগণনার কাজ। এই জনগণনায় ৫০ হাজারের বেশি সরকারি কর্মীকে কাজ লাগানো হবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: State Credit Seminar held at NABARD building, Guwahati

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com