নির্ভুল এনআরসি চায় অগপ-র সাধারণ পরিষদ

নির্ভুল এনআরসি চায় অগপ-র সাধারণ পরিষদ

গুয়াহাটিঃ অসম গণ পরিষদের(অগপ)সাধারণ পরিষদের বৈঠকে পরিষ্কার করে বলা হয়েছে,রাজ্যে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নির্ভুল হওয়া চাই। একটা শুদ্ধ ও নির্ভুল এনআরসি-র স্বার্থে দল রাজ্যে এনআরসি কর্তৃপক্ষকে সহযোগিতা করে যাবে। আঞ্চলিক দলটির সর্বোচ্চ সংস্থা এই সাধারণ পরিষদ। বুধবার গুয়াহাটির আমবাড়ি স্থিত দলের সদর দপ্তরে এক বৈঠকে বসে সাধারণ পরিষদ। দলের সভাপতি অতুল বরা এই বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে বলা হয়েছে,রাজ্যে একটা গোষ্ঠী এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়াকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে। ’এনআরসি নির্ভুল হতেই হবে। আমরা এব্যাপারে এনআরসি কর্তৃপক্ষকে সহযোগিতা করছি এবং একটা নির্ভুল এনআরসির জন্য আমরা এই সহযোগিতা অব্যাহত রাখবো’-বলা হয়েছে বৈঠকের তরফে। আরও বলা হয়েছে অগপ-র একটি প্ৰতিনিধি দল এনআরসির রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলার সঙ্গে সাক্ষাৎ করবে।

এদিকে মঙ্গলবার দলের কেন্দ্ৰীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে গৃহীত সব সিদ্ধান্তের প্ৰতি সিল মোহর দিয়েছে সাধারণ পরিষদ। বৈঠকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে দল কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করবে না। পরিষদ কেন্দ্ৰীয় কার্য নির্বাহক কমিটির সব সিদ্ধান্তের প্ৰতি অনুমোদন জানানোর পাশাপাশি দল সভাপতি অতুল বরাকে তিন সদস্যের একটি অনুশাসন কমিটি গড়ার কর্তৃত্ব দিয়েছে। সেই সঙ্গে দলের সংবিধান সংশোধনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

সাধারণ পরিষদের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,তিনটি ইস্যু নিয়ে দলের প্ৰতিনিধিরা দিল্লিতে যাবেন নতুন সরকার গঠিত হওয়ার পর। এই তিনটি ইস্যু হলো অসমের স্থানীয় ভূমিপুত্ৰদের সাংবিধানিক রক্ষাকবচের ব্যবস্থা,রাজ্যে ছয় জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা দান এবং রাজ্যের কাগজ কল দুটি খোলা।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com