Begin typing your search above and press return to search.

এনআরসিঃ আপত্তিকারীরা হুমকির মুখে,মুখ্যমন্ত্ৰীকে ব্যবস্থা নেওয়ার আর্জি আসুর

এনআরসিঃ আপত্তিকারীরা হুমকির মুখে,মুখ্যমন্ত্ৰীকে ব্যবস্থা নেওয়ার আর্জি আসুর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  13 May 2019 11:14 AM GMT

গুয়াহাটিঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির(এনআরসি)সম্পূর্ণ খসড়ায় নাম অন্তর্ভুক্ত নির্দিষ্ট কিছু লোকের বিরুদ্ধে যারা আপত্তি জানিয়েছেন তাদের ভীতি প্ৰদর্শন এবং প্ৰাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)এই অভি্যোগ করে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের কাছে একটি জরুরি চিঠি পাঠিয়ে অবিলম্বে এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্ৰহণের দাবি জানিয়েছে।

অসমের প্ৰভাবশালী ছাত্ৰ সংগঠনটি অভিযোগ করেছে অবাঞ্ছিত কিছু শক্তি আপত্তিকারীদের যে শুধু ভয় দেখাচ্ছে তাই নয়,এনআরসিতে অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আপত্তি জানানোয় আপত্তিকারীদের প্ৰাণের মারারও হুমকি দিচ্ছে।

এধরনের প্ৰাণ নাশের হুমকির ফলে আপত্তিকারীদের রাজ্যের বিভিন্ন স্থানে এনআরসি নিয়ে শুনানির সময় উপস্থিত থাকার ক্ষেত্ৰে বাধার সৃষ্টি করছে। আপত্তিকারীরা যদি শুনানিতে হাজির হতে না পারেন তাহলে ‘এক্সপার্ট সিস্টেম’-এর মাধ্যমে এনআরসি কর্তৃপক্ষের এই সমস্যা সমাধান করা উচিত। আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথ রবিবার এক প্ৰেস বিবৃতিতে একথা উল্লেখ করেন। নাথ আরও অভিযোগ করেন,এ নআরসি নবায়ন ইস্যুতে রাজ্যের কিছু স্থানে দুষ্কৃতীরা আসু সদস্য ও তাদের পরিবারকে হুমকি দিয়েছে।

প্ৰেস বিবৃতিতে আসু আরও উল্লেখ করেছে,এনআরসির শুনানিকালে আপত্তি দাখিলকারীদের শুনানিতে অনুপস্থিতির বিষয়টি নিয়ে অহেতুক হৈচৈ করা হচ্ছে।

আসু এবং অন্যান্য ৩০টি জাতীয় সংগঠন স্থানীয় লোকেদের বিশেষ করে ১৯৭১ সালের আগে অসমে আসা ব্যক্তিদের সাহায্য করার আশ্বাস দিয়েছে। এনআরসির সম্পূর্ণ খসড়ায় নাম অন্তর্ভুক্তির পরও একাংশ ব্যক্তির আপত্তির জন্য এই আবেদনকারী মানুষগুলি বর্তমানে হয়রানির মুখে পড়েছেন। এনআরসির সম্পূর্ণ খসড়ায় নাম অন্তর্ভুক্তদের বিরুদ্ধে প্ৰায় দুই লক্ষ আপত্তিপত্ৰ জমা পড়েছে। মোট আবেদনকারী ৩,২৯,৯১,৩৮৪ জনের মধ্যে ২,৮৯,৮৩,৬৭৭ জনের নাম এনআরসির সম্পূর্ণ খসড়ায় ঠাঁই পেয়েছে। প্ৰায় ৪০ লক্ষ লোকের নাম অযোগ্য বিবেচিত হওয়ায় তাদের নাম সম্পূর্ণ খসড়া থেকে বাদ পড়েছিল। তবে এরমধ্যে ৩৬ লক্ষ লোক নাম অন্তর্ভুক্তির জন্য ফের আবেদন জানিয়েছেন।

এনআরসি কর্তৃপক্ষ বর্তমানে দাবি ও আপত্তি নিয়ে শুনানির কাজ করছে। চলতি বছরের ৩১ জুলাই চূড়ান্ত এনআরসি প্ৰকাশিত হবে।

Next Story
সংবাদ শিরোনাম