Begin typing your search above and press return to search.

এনআরসি নবায়নে প্ৰকৃত ভারতীয়দের হয়রানি দেখেও ব্যবস্থা নেয়নি সরকার,অভিযোগ কং নেতা অপূর্ব ভট্টাচার্যের

এনআরসি নবায়নে প্ৰকৃত ভারতীয়দের হয়রানি দেখেও ব্যবস্থা নেয়নি সরকার,অভিযোগ কং নেতা অপূর্ব ভট্টাচার্যের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 May 2019 1:38 PM GMT

গুয়াহাটিঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়ন প্ৰক্ৰিয়ায় প্ৰকৃত ভারতীয়রা হয়রানির সম্মুখীন হওয়ার পরও রাজ্যের সোনোয়াল সরকার কোনও ব্যবস্থা গ্ৰহণ করেনি। আজ গুয়াহাটির রাজীব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভি্যোগ করেন রাজ্য কংগ্ৰেসের সাধারণ সম্পাদক তথা বরিষ্ঠ মুখপাত্ৰ অপূর্ব কুমার ভট্টাচার্য।

সরকারের সমালোচনা করে ভট্টাচার্য বলেন,এধরনের কার্যকলাপের মাধ্যমে শীর্ষ আদালতের তদারকিতে চলা বহু আকাঙ্খিত এনআরসি প্ৰক্ৰিয়ায় বিলম্ব এবং এতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে ভট্টাচার্য ১৯৭১-এর আগের বৈধ নথিপত্ৰ থাকা লোকেদের হয়রানি করার প্ৰসঙ্গটিও উত্থাপন করেন। একইভাবে ডিটেনশন ক্যাম্পে রাখা এবং বিদেশি ঘোষণা ইত্যাদির মাধ্যমে শঙ্কা সৃষ্টি করার ফলে সারা রাজ্যে এপর্যন্ত আত্মহত্যা সহ বিভিন্নভাবে ৪৪ জনের মৃত্যু হওয়ার ঘটনায় উদ্বেগ প্ৰকাশ করেন তিনি।

মৃতদের ৩৯ জন হিন্দু বাঙালি সম্প্ৰদায়ের বলে দাবি করে ভট্টাচার্য বলেন,হিন্দু বাঙালির প্ৰতি দরদ দেখানো বিজেপি জমানায় এভাবেই বাঙালিরা নির্যাতিত হচ্ছেন। এনআরসি থেকে কোনও প্ৰকৃত ভারতীয় নাগরিকের নাম বাদ দেওয়া চলবে না উল্লেখ করে তিনি বলেন,এনআরসিতে কোনও বিদেশির নাম যেন অন্তর্ভুক্ত না হয়।

ভট্টাচার্য এব্যাপারে রাজ্য ও কেন্দ্ৰীয় সরকার,রেজিষ্ট্ৰার জেনারেল ও এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলাকে শীঘ্ৰ ব্যবস্থা গ্ৰহণের দাবি জানান।

রাজ্যের বন্ধ দুটো কাগজ কল খোলার ব্যাপারেও সরকার প্ৰতিশ্ৰুতি দিয়েও তার খেলাপ করছে-অভিযোগ করেন ভট্টাচার্য।

Next Story
সংবাদ শিরোনাম