Begin typing your search above and press return to search.

এনআরএল বেসরকারি হাতে যাচ্ছে না,থাকছে সরকারের নিয়ন্ত্ৰণেঃ নির্মলা সীতারামন

এনআরএল বেসরকারি হাতে যাচ্ছে না,থাকছে সরকারের নিয়ন্ত্ৰণেঃ নির্মলা সীতারামন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 Nov 2019 12:58 PM GMT

কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী নির্মলা সীতারামন বুধবার বলেছেন,অসমের গোলাঘাট জেলার নুমলিগড় শোধনাগার লিমিটেডকে(এনআরএল)বেসরকারিকরণ করা হচ্ছে না। এটি সরকারের নিয়ন্ত্ৰণেই থাকছে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির এই সিদ্ধান্তকে সমাজের প্ৰতিটি শ্ৰেণির মানুষ স্বাগত জানিয়েছেন। অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রাজ্যের মানুষের আশা আকাঙ্খাকে ঊর্ধ্বে তুলে ধরায় প্ৰধানমন্ত্ৰী মোদির এই সিদ্ধান্তের প্ৰশংসা করেছেন। সেই সঙ্গে প্ৰধানমন্ত্ৰী ও অর্থমন্ত্ৰীর প্ৰতি কৃতজ্ঞতা প্ৰকাশ করেছেন তিনি।

উল্লেখযোগ্য যে কেন্দ্ৰীয় সরকার গত মাসে বিশ্বের শীর্ষে তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আমন্ত্ৰণ জানিয়েছিল বিপিসিএল-এ থাকা এর অংশীদারিত্ব নিলামের জন্য। বিপিসিএল-এ সবচেয়ে বেশি অংশীদারিত্ব রয়েছে এনআরএলের। যেখানে ৬১.৬৫ শতাংশ শেয়ার রয়েছে এনআরএল-এর। কেন্দ্ৰের এই নিলামি সম্পর্কে অবগত হওয়ার পর অসমে বিভিন্ন দল,সংগঠন প্ৰতিবাদে সোচ্চার হয়ে ওঠে।

পরিস্থিতি বেগতিক দেখে রাজ্যের মুখ্যমন্ত্ৰী সোনোয়াল কেন্দ্ৰীয় সরকারের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। ওই চিঠিতে তিনি বলেছিলেন-এনআরএল বেসরকারি হাতে চলে গেলে কর্মীদের ব্যাপক ক্ষতি হবে। এরই পরিণতিতে কেন্দ্ৰীয় সরকার শোধনাগারটি বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়।

অন্যদিকে,বিপিসিএল-এর শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া,কংকোর এবং টিএইচডিসিআইএলকে নিলামি করা হবে। বিপিসিএলকে ব্যক্তিগতকরণের পূর্বে এনআরএলকে পৃথক করা হবে। অন্য একটি রাষ্ট্ৰায়ত্ত ক্ষেত্ৰ এই প্ৰতিষ্ঠানটি নিয়ন্ত্ৰণ করবে। প্ৰায় ১.০৫ ট্ৰিলিয়ন অর্থ-অর্জনের লক্ষ্যে বিপিসিএল-এর ৫৩.২৯ শতাংশ শেয়ার বিক্ৰির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্ৰ।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ পরিবেশ দূষণ মুক্ত রাখতে জনগণকে দায়িত্ব পালনের আহ্বান মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Govt all set to push for the contentious Citizenship Bill in the winter session of Parliament

Next Story
সংবাদ শিরোনাম