নাগা শান্তি চুক্তি স্বাক্ষরে অসমের স্বার্থ দেখা হবে,সোনোয়ালকে আশ্বাস মোদি,অমিতের

নাগা শান্তি চুক্তি স্বাক্ষরে অসমের স্বার্থ দেখা হবে,সোনোয়ালকে আশ্বাস মোদি,অমিতের
Published on

নয়াদিল্লিঃ অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।

মোদি এবং শাহ উভয়েই সোনোয়ালকে আশ্বাস দিয়েছেন এনএসসিএন(আইএম)(ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড)এর সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরকালে অসমের স্বার্থ ও আশা আকাঙ্খা যাতে বিঘ্নিত না হয় সেই দিকটির প্ৰতি অবশ্যই নজর রাখা হবে।

প্ৰধানমন্ত্ৰী মোদি ও স্বরাষ্ট্ৰমন্ত্ৰী সাহর সঙ্গে সোনোয়ালের বৈঠকে অন্যান্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় ওঠে। এই ইস্যুগুলি হচ্ছে রাজ্যের হিন্দুস্তান পেপার কর্পোরেশন(এইচপিসি)মিলগুলি পুনরুজ্জীবিত করা এবং নুমলিগড় শোধনাগার লিমিটেডের(এনআরএল)বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর সঙ্গে সোনোয়ালের বৈঠক তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে মণিপুরের মুখ্যমন্ত্ৰী এন বীরেন সিং এবং মণিপুরের একটি সর্বদলীয় প্ৰতিনিধিদল ওই বৈঠকে উপস্থিত হওয়ায়। মণিপুরের প্ৰতিনিধিদলটি নাগা শান্তি চুক্তি সম্পর্কে তাদের উদ্বেগের কথা স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর কাছে ব্যক্ত করে।

অসম এবং মণিপুর উভয়েই প্ৰস্তাবিত বৃহত্তর নাগালিমে দুই রাজ্যের নাগা অধ্যুষিত কোনও এলাকা অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে। উল্লেখ্য,এনএসসিএন(আইএম)অসম ও মণিপুরের নাগা অধ্যুষিত এলাকা বৃহত্তর নাগালিমে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল।

কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ সচিব অজয় কুমার ভাল্লা পরে সোনোয়ালের সঙ্গে এক বৈঠকে এনএসসিএন(আইএম)এবং আলফার সঙ্গে আলোচনার অগ্ৰগতি সম্পর্কে মুখ্যমন্ত্ৰীকে অবগত করান।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Man trampled to death by wild jumbo in Margherita

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com