অফিস অফ দ্য ডিরেক্টর অফ অ্যাকাউন্টস,আসাম রিক্ৰুটমেন্ট ২০২০

অফিস অফ দ্য ডিরেক্টর অফ অ্যাকাউন্টস,আসাম রিক্ৰুটমেন্ট ২০২০
অফিস অফ দ্য ডিরেক্টর অ্যাকাউন্টস,অসম সার্কল জুনিয়র অ্যাকাউন্টেন্টস পদের জন্য যেকোনও স্নাতক ডিগ্ৰি সম্পূর্ণ করা প্ৰার্থী নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। আগ্ৰহী এবং উপযুক্ত প্ৰার্থীরা নির্ধারিত ফরম্যাটে ০৬-০৩-২০২০ তারিখ অথবা তার আগে আবেদন করতে পারবেন।
পদের নামঃ জুনিয়র অ্যাকাউন্টেন্টস
পদের সংখ্যাঃ ১০
বেতনঃ ৫,২০০-২০,২০০ টাকা প্ৰতিমাসে উইথ গ্ৰেড পে ২৮০০ টাকা
বাছাই প্ৰক্ৰিয়াঃ লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের মাধ্যমে প্ৰার্থী বাছাই করা হবে।
ঠিকানাঃ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্ৰি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস অফ দ্য ডিরেক্টর অফ অ্যাকাউন্টস(পোস্টাল)আসাম সার্কল,আর্টফেড বিল্ডিং একে আজাদ রোড,রিহাবাড়ি,গুয়াহাটি-৭৮১০০৮
শেষ তারিখঃ ০৬-০৩-২০২০
Details: Click here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়,তুলুঙ্গিয়া জব