অয়েল ইন্ডিয়া লিমিটেড রিক্ৰুটমেন্ট ২০২০ ফর ক্যামিস্ট
অয়েল ইন্ডিয়া লিমিটেডে ২০২০-২১ সালে ক্যামিস্ট পদে নিয়োগের জন্য অয়েল-ইন্ডিয়া .কম চাকরির নতুন বিজ্ঞপ্তি জারি করেছে
পদের নামঃ ক্যামিস্ট
শিক্ষাগত যোগ্যতাঃ এমএসসি বি টেক/বিই
চাকরির স্থানঃ গুয়াহাটি
মোট খালি পদঃ ০২
বেতনঃ ৪৫,০০০ টাকা প্ৰতিমাসে
বয়সের সীমাঃ উল্লিখিত পদের জন্য ওয়াক-ইন-ইন্টারভিউর তারিখ পর্যন্ত সর্বোচ্চ বয়সের সীমা ৬৫ বছর।
শেষ তারিখঃ ০৮-০২-২০২০
প্ৰার্থীদের ওয়াক-ইন-ইন্টারভিউর সময় নিম্নলিখিত নথিপত্ৰগুলো সঙ্গে নিয়ে আসতে হবে। এতে ব্যর্থ হলে কোন পুরুষ/মহিলা প্ৰার্থীকে ইন্টারভিউতে বসার অনুমতি দেওয়া হবে না।
বায়োডাটার ফর্ম পূরণ হওয়া চাই
১. অরিজিনেল মার্কশিট,পাস সার্টিফিকেট,কাস্ট সার্টিফিকেট(যদি প্ৰয়োজন হয়)এবং অভিজ্ঞতার প্ৰমাণপত্ৰ।
২. অরিজিনাল মার্কশিট,পাস সার্টিফিকেট,কাস্ট সার্টিফেকেট(যদি প্ৰয়োজন হয়)এবং অভিজ্ঞতার প্ৰমাণপত্ৰের একসেট সেলফ অ্যাটাস্টেড ফোটো কপি
৩. ২টি পাসপোর্ট সাইজের সাম্প্ৰতিক ফোটোগ্ৰাফ
সাধারণ শর্তগুলিঃ
কোনও প্ৰার্থী সিলেক্ট হলে তাকে অবিলম্বে কাজে যোগ দিতে হতে পারে। সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোনও ভ্ৰমণ বা দৈনিক ভাতা দেওয়া হবে না।
ঠিকা নিযুক্তির ক্ষেত্ৰে প্ৰার্থীকে অয়েলে নিয়মিতকরণের কোনও অধিকার দেওয়া হবে না।
প্ৰার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তাকে সরকারি রেজিস্টার্ড মেডিক্যাল প্ৰ্যাকটিশনারের কাছ থেকে ফিটনেসের সার্টিফিকেট জমা দিতে হবে নির্ধারিত ফরম্যাটে কাজে যোগ দেবার সময়ে। প্ৰার্থীকে কাজে যোগ দেবার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ক্যারেক্টার ও অ্যান্টিসিডেন্ট সার্টিফিকেট জমা দিতে হবে। লোকাল কনভেন্স বাবদ প্ৰতিমাসে ৬০০০ টাকা হারে আদায় দেওয়া হবে।
মোবাইল নং ল্যান্ডলাইন টেলিফোন অফিশিয়াল কাজে ব্যবহার বাবদ মাসে সর্বোচ্চ ১৭৫০ টাকা অথবা যা সর্বনিম্ন হবে তা আদায় দেওয়া হবে।
পোস্টিঙের স্থান থেকে অয়েলের কাজে বাইরে গেলে ট্ৰ্যাভেল/বোডিং বাবদ অয়েল দিনে ২৫০ টাকা করে আদায় দেবে। এই বিজ্ঞাপনের বিপরীতে নিয়োগ নিয়ে যেকোনও বিরোধের বিষয়টি কেবল ডিব্ৰুগড় জেলা আদালতের এক্তিয়ারে থাকবে।
Details: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বি বরুয়া ক্যান্সার ইন্সটিটিউট,গুয়াহাটি রিক্ৰুটমেন্ট ২০২০