জবরদখলকারীদের জন্য হুমকির মুখে অয়েলের পাইপলাইন

জবরদখলকারীদের জন্য হুমকির মুখে অয়েলের পাইপলাইন

গুয়াহাটিঃ গুয়াহাটির নুনমাটি থেকে বিহারের বারাউনী অবধি যাওয়া অয়েলের(অয়েল ইন্ডিয়া লিমিটেড)অসম এলাকায় থাকা ১,১৬৭ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন কতটা নিরাপদ তা নিয়ে প্ৰশ্ন উঠেছে। মাটির নিচ দিয়ে টানা হয়েছে এই পাইপলাইন। অনুমান করা হচ্ছে,অসমের বিভিন্ন স্থানে জবরদখলের জন্য এই পাইপলাইন ঝুঁকি প্ৰবণ হয়ে পড়েছে।

নিরাপত্তার মান অনু্যায়ী,পাইপলাইনের ওপর যে সমস্ত উন্মুক্ত স্থান রয়েছে পাইপলাইনে লিকেজ অথবা বিস্ফোরণের মতো ধ্বংসাত্মক ঘটনা এড়িয়ে চলতে সেই সব স্থান যেকোনও ধরনের নির্মাণ কার্য থেকে সম্পূর্ণ খোলামেলা রাখা উচিত। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে অসম এলাকায় থাকা পাইপলাইনে প্ৰত্যাশানু্যায়ী নিরাপত্তার মান আদৌ বজায় রাখা হচ্ছে না। অয়েলের পাইপলাইন তদারকি শাখা বিষয়টির প্ৰতি তেমন নজর দিচ্ছে না-এমনটাও হতে পারে। গুয়াহাটির বিভিন্ন স্থানে পাইপলাইনের ওপরে থাকা উন্মুক্ত জমিতে দোকানপাট,আবাসিক আস্তানা,বাণিজ্যিক কমপ্লেক্স ইত্যাদি গজিয়ে উঠতে দেখা যাচ্ছে। ভিআইপি রোডে ইন্ডিয়ান অয়েল পেট্ৰোল পাম্পের কাছেও এমন দৃশ্য দেখা গেছে।

অয়েলের পাইপলাইন ইউনিট অবশ্য এধরনের জবরদখলের সত্যতা স্বীকার করেছে। তবে তারা দাবি করেছে সংশ্লিষ্ট জেলাপ্ৰশাসনের কাছে বিষয়টি তোলা হয়েছে। তাদের আরও দাবি জেলা প্ৰশাসনগুলির সাহা্য্যে তারা এব্যাপারে জরিপ করেছে এবং খুব শিগগিরই জবরদখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হবে। এমন দেখা গেছে উচ্ছেদের একটা নির্দিষ্ট সময় পরে উচ্ছেদ হওয়া জবরদখলকারীদের ফের ওই সমস্ত স্থানে আস্তানা গেড়ে বসতে। জনগণের নিরাপত্তার প্ৰশ্ন জড়িয়ে থাকা এমন একটা স্পর্শকাতর ইস্যু এভাবে হেলাফেলা করে ফেলে রাখা কি উচিত? যে এলাকাগুলো দিয়ে তেলের পাইপলাইন গেছে সেগুলি কঠোরভাবে তদারক করার জন্য অয়েল কর্তৃপক্ষের ব্যবস্থা গ্ৰহণ করা বাঞ্ছনীয়। বছর কয়েক আগে হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে অয়েলের পাইপলাইনের ওপর থাকা উন্মুক্ত স্থানগুলোতে কোনওরকম জবরদখল হয়েছে কিনা তা নিরীক্ষণ করা হয়েছিল।

অয়েলের সূত্ৰটি বলেছে,পাইপলাইন বরাবর পুরো এলাকায় বেড়া দেওয়া সহজ সাধ্য নয়। অয়েল কিছু কিছু স্থানে জনগণের সুবিধার্থে পাইপলাইনের উপরে থাকা জমিতে সড়ক তৈরির জন্য সরকারি কর্তৃপক্ষকে অনুমতি দিয়েছে। দিশপুর লাস্টগেট থেকে বশিষ্ঠ অবধি যাওয়া সড়কটি পাইপলাইনের পাশে থাকা উন্মুক্ত স্থানের ওপরই গড়ে উঠেছে। অয়েল সূত্ৰ আরও বলেছে,উচ্ছেদ অভিযান চালানোর পরও জবরদখলকারীরা ওই সব এলাকায় আবার ফিরে আসে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Almost 900 plus Railway Cand idates from other states appointed in Lumding Division, None from NE!

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com