Begin typing your search above and press return to search.
ব্ৰাউন্ড সুগার সহ ধৃত এক

গুয়াহাটিঃ গড়চুক পুলিশের ক্ৰাইম ব্ৰাঞ্চের কর্মীরা রবিবার গুয়াহাটির লাকুং গাঁওয়ের রামকৃষ্ণনগর থেকে এক মাদক পাচারকারীকে গ্ৰেপ্তারে করেছে। ধৃত ব্যক্তির নাম হানিফ আলি। বিশ্বস্ত সূত্ৰে খবর পেয়ে পুলিশের একটি যৌথ দল ওই এলাকার একটি ভাড়া বাড়িতে অভি্যান চালিয়ে মাদক পাচারকারীকে গ্ৰেপ্তার করে। তার হেফাজত থেকে ১০ প্যাকেট ব্ৰাউন সুগার এবং ব্ৰাউন সুগার ভর্তি ৬৫টি কৌটো উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা ব্ৰাউন সুগারের ওজন প্ৰায় ১৩৯ গ্ৰাম। ব্ৰাউন সুগার ছাড়াও লোকটির কাছ থেকে ১০,৫৫০ টাকা এবং দুটি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করেছে পুলিশ।
ঘটনা সংক্ৰান্তে গড়চুক পুলিশ এনডিপিএস আইনের ২১(বি)ধারার অধীনে একটি মামলা(নং ৩০০/১৯)নথিভুক্ত করেছে।
Next Story