Begin typing your search above and press return to search.

১ জুন থেকে সারা দেশে ‘এক দেশ এক রেশন কার্ড’ স্কিম রূপায়ণ করা হবে

১ জুন থেকে সারা দেশে ‘এক দেশ এক রেশন কার্ড’ স্কিম রূপায়ণ করা হবে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 Jan 2020 1:50 PM GMT

নয়াদিল্লিঃ কেন্দ্ৰীয় গ্ৰাহক বিষয়ক,খাদ্য ও গণবন্টন দপ্তরের মন্ত্ৰী রামবিলাস পাসোয়ান ঘোষণা করেছেন,আগামি ১ জুন থেকে সারা দেশে এক রাষ্ট্ৰ এক রেশন কার্ড স্কিম রূপায়ণ করা হবে। এই প্ৰকল্পের লক্ষ্য হলো নতুন কোনও রেশন কার্ড প্ৰাপ্তির প্ৰয়োজন ছাড়াই দেশের যেকোনও এফপিএস থেকে তাদের এনটাইটেলমেন্ট খাদ্যশস্য তুলে আনা। কেন্দ্ৰীয় সিস্টেম,পোর্টাল ইত্যাদির সঙ্গে বিদ্যমান পিডিএস ব্যবস্থা এবং রাজ্য ও কেন্দ্ৰশাসিত অঞ্চলগুলিকে একীকরণ করা। গ্ৰাহক,খাদ্য ও গণ বন্টন মন্ত্ৰকের এক বিবৃতিতে একথা প্ৰকাশ করা হয়েছে।

এবছরের গোড়াতে অর্থাৎ ১ জানুয়ারি পাসোয়ান বলেছিলেন,এই স্কিম দেশের ১২টি রাজ্যে কার্যকর করা হয়েছে। ‘আমরা এক দেশ এক রেশন কার্ড স্কিম আগামি ১ জুন থেকে সারা দেশে রূপায়ণ করবো। এই স্কিমের অধীনে এক জন সুবিধাভোগী একই রেশন কার্ড সারা দেশে ব্যবহার করে উপকৃত হতে পারবেন-সাংবাদিকদের বলেন পাসোয়ন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নাড্ডাই বিজেপির সর্বভারতীয় সভাপতি হচ্ছেন

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Minister of State for Education

Next Story
সংবাদ শিরোনাম