এনআরসি থেকে নাম ছুটদের জন্য বিকল্প ব্যবস্থা

এনআরসি থেকে নাম ছুটদের জন্য বিকল্প ব্যবস্থা

গুয়াহাটিঃ চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশের হাতে মাত্ৰ আর দুটো দিন। চূড়ান্ত নাগরিক পঞ্জি থেকে যাদের নাম বাদ পড়বে তাদের আবেদন গ্ৰহণের জন্য রাজ্য সরকার ১০০টি বিদেশি ট্ৰাইবুনালের(এফটি)মধ্যে এপর্যন্ত ৫৬টিকে মনোনীত করেছে। গৃহ ও রাজনৈতিক বিভাগের একটি সূত্ৰ এখবর জানিয়েছে। ডেজিগনেটেড বা মনোনীত এই বিদেশি ট্ৰাইবুনালগুলো স্থাপন করা হবে রাজ্যের ৩৩টি জেলা ও মহকুমা সদরে। মনোনীত ট্ৰাইবুনালগুলো আবেদনপত্ৰ সমূহ গ্ৰহণ করে তা ২০০টি আতিরিক্ত বিদেশি ট্ৰাইবুনালে(এফটি)ফরোয়ার্ড করবে। নিকটবর্তী ট্ৰাইবুনালের পাঠানো আবেদনগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে আবেদনগুলি খতিয়ে দেখবে। আগামি সেপ্টেম্বর থেকে রাজ্যের ৬টি জেলা গুয়াহাটি,যোরহাট,শিলচর,নগাঁও,বঙাইগাঁও এবং তেজপুরে প্ৰথম দফায় ৪০০টি মঞ্জুরিকৃত ট্ৰাইবুনালের মধ্যে ২০০টি কার্যক্ষম হচ্ছে। আবেদনগুলো সম্পর্কে চূড়ান্ত রায় দেবে এই ২০০টি বিদেশি ট্ৰাইবুনাল। আবেদনকারীর সমস্ত প্ৰাসঙ্গিক নথিপত্ৰ অনুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে এবং প্ৰত্যেক ব্যক্তির উপযুক্ত শুনানি গ্ৰহণের পর কোনও ব্যক্তি বিদেশি না ভারতীয় সে ব্যাপারে এই ট্ৰাইবুনালগুলোই চূড়ান্ত রায় দান করবে।

সম্প্ৰতি ২০১৯ সালের বিদেশি ট্ৰাইবুনাল(সংশোধনী)নির্দেশের সাম্প্ৰতিক সংশোধন অনু্যায়ী স্বরাষ্ট্ৰমন্ত্ৰক নাম ছুট ব্যক্তিদের আবেদন জানানোর সময়সীমা ১২০ দিন পর্যন্ত বৃদ্ধি করেছে। ৩১ আগস্ট চূড়ান্ত এনআরসি প্ৰকাশের দিন থেকে আবেদন জানানোর ১২০ দিনের এই সময়সীমা কার্যকর হচ্ছে। এর আগে নাম ছুটদের আবেদন জানানোর সময়সীমা ধার্য হয়েছিল মাত্ৰ ৬০ দিন। প্ৰশাসন অথবা সংশ্লিষ্ট ব্যক্তি ওই ২০০টি এফটিতে আবেদন জানাতে পারবে।

প্ৰাসঙ্গিক আইন অনু্যায়ী,এনআরসিতে নাম না উঠলেও একজন ব্যক্তিকে বিদেশি হিসেবে ধরে নেওয়া যাবে না। একমাত্ৰ ফরেনার্স ট্ৰাইবুনাল কোনও ব্যক্তিকে বিদেশি ঘোষণার পরই সংশ্লিষ্ট ব্যক্তিকে বিদেশি হিসেবে বিবেচনা করা হবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: In a tragic incident, two labourer electrocuted in Lumding on Monday evening.

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com