আমাদের সরকার এনআরসিকে ইতিপূর্বেই খারিজ করেছিলঃ হিমন্ত

আমাদের সরকার এনআরসিকে ইতিপূর্বেই খারিজ করেছিলঃ হিমন্ত
Published on

গুয়াহাটিঃ ‘অসমে যে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়ন করা হয়েছে রাজ্য সরকার কখনোই তা মেনে নেয়নি। এমনকি আমরা রাজ্যের গোটা এনআরসি প্ৰক্ৰিয়া বাতিল করার জন্য স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর দ্বারস্থ হয়েছিলাম। এর কারণ হচ্ছে,এনআরসি নবায়নের কাজে যথেষ্ট ফাঁকফোকড় থেকে গেছে। উদাহরণ স্বরূপ বলা যায়,এনআরসিতে এমন কিছু লোকের নাম অন্তর্ভুক্ত হয়েছে যারা আসলে সন্দেহভাজন নাগরিক। অন্যদিকে,দেশের বহু প্ৰকৃত নাগরিক যাদের নাম অসমের এনআরসি থেকে বাদ পড়েছে’। রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বুধবার এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন।

মন্ত্ৰী শর্মা আরও বলেন,‘রাষ্ট্ৰীয় পর্যায়ে এনআরসি প্ৰস্ত্ৰুত করার পক্ষে আমাদের বরাবরই সায় ছিল। এটা খুবই সহজ বিষয়,কারণ রাজ্য পর্যায়ে এনআরসি-র কোনও যুক্তি নেই’।

গোটা দেশে এনআরসি রূপায়ণ প্ৰসঙ্গে শর্মা বলেন,‘অবৈধ বিদেশি নাগরিকদের উৎখাত করতে ভিত্তি বছরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। মোদ্দা কথা হলো এনআরসির জন্য একটাই ভিত্তি বছর নিরূপণ করা বাঞ্ছনীয় এবং সেই ভিত্তি বছর সারা দেশের ক্ষেত্ৰেই প্ৰযোজ্য হওয়া উচিত। কিন্তু সেটা ১৯৫১ অথবা ১০৭১ হোক। সারা দেশে ভিত্তি বছর একটাই ধরা হোক’।

নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)প্ৰসঙ্গে শর্মা বলেন,‘আমরা বিশ্বাস করি প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ এমন কিছু করবেন না যা অসমের মানুষের স্বার্থের বিরুদ্ধে যাবে’।

অসমে ক্যাবের বিরুদ্ধে যে আন্দোলন চলছে সে সম্পর্কে মন্ত্ৰী শর্মার মন্তব্য ‘দেখা গেছে একশ্ৰেণির প্ৰচার মাধ্যম এবং কিছু জনগোষ্ঠীর মানুষ ক্যাব নিয়ে খুবই উদ্বিগ্ন। সাধারণ মানুষের বেশির ভাগই এনিয়ে বড় একটা মাথা ঘামাচ্ছেন না। যদি সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে এতোটাই উদ্বিগ্ন হতেন তাহলে লোকসভা,উপনির্বাচন ও পঞ্চায়েত ভোটের সার্বিক ফলাফলটাই ভিন্ন হতো। তাই ওই ফলাফলই প্ৰমাণ করে কারা সঠিক’। রাজ্যে গত ৩১ আগস্ট যে পূর্ণাঙ্গ এনআরসি প্ৰকাশিত হয়েছিল সেটি শেষ পর্যন্ত বাতিল ঘোষিত হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ের অবকাশ রয়েছে। কারণ সারা দেশের সঙ্গে অসমে ফের এনআরসি হলে ইতিমধ্যে প্ৰকাশিত এনআরসি বাতিলের সম্ভাবনাই প্ৰকট হতে দেখা যাচ্ছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Govt all set to push for the contentious Citizenship Bill in the winter session of Parliament

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com