Begin typing your search above and press return to search.

অযোধ্যা নিয়ে সুপ্ৰিম কোর্টের রায়ে প্ৰতিক্ৰিয়া ওয়েইশির

অযোধ্যা নিয়ে সুপ্ৰিম কোর্টের রায়ে প্ৰতিক্ৰিয়া ওয়েইশির

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  9 Nov 2019 1:39 PM GMT

গুয়াহাটিঃ অযোধ্যা ইস্যুতে সুপ্ৰিম কোর্টের রায়ে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করেছেন সারা ভারত মাজিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন(এআইএমআইএম)-এর প্ৰধান আসাদুদ্দিন ওয়েইশি। রায় সম্পর্কে অসন্তুষ্টি ব্যক্ত করে তিনি ‘সুপ্ৰিম বাট নট ইনফলেবলঃএসেস ইন অনার অফ দ্য সুপ্ৰিম কোর্ট অফ ইন্ডিয়া’ নামের একটি বই টুইটারে পোস্ট করেছেন।

‘সুপ্ৰিম বাট নট ইনফলেবলঃ এসেস ইন অনার অফ দ্য সুপ্ৰিম কোর্ট অফ ইন্ডিয়া’ বইটি লিখেছেন,বি এন কৃপাল। মাজিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন-এর প্ৰধান ওয়েইশি আরও টুইট করেছেন ‘আমাদের লড়াই ছিল ন্যায় ও আইনি অধিকারের। দান হিসেবে আমাদের ৫ একর জমির প্ৰয়োজন নেই’।

উল্লেখ করা যেতে পারে যে ওয়েইশি তাঁর টুইটার পোস্ট করার ঘণ্টা খানেক আগে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডসের টুইটি পুনর্বার টুইট করেছিলেন। সুপ্ৰিম কোর্টের রায় সম্পর্কে ওই টুইটেও মুসলিম পার্সোনেল ল বোর্ডের সাধারণ সম্পাদকের প্ৰতিক্ৰিয়া উদ্ধৃত করা হয়েছিল।

‘এই রায় আমাদের প্ৰত্যাশার বিরোধী। আমরা আমাদের অবস্থান প্ৰমাণে পাকাপোক্ত সাক্ষপ্ৰমাণ দাখিল করেছি। আমাদের আইনি কমিটি এই রায় পর্যালোচনা করবে। গুড়িয়ে ফেলা বাবরি মসজিদ পুনঃস্থাপনের লক্ষ্যে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি’-উল্লেখ করা হয়েছে টুইটে।

https://twitter.com/aimim_national/status/1193095045986934784

অযোধ্যার বিতর্কিত স্থানটি রাম মন্দির নির্মাণের জন্য দেওয়া হয়েছে রায়ে। শীর্ষ আদালত রায়ে উত্তর প্ৰদেশে মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডের জন্য বরাদ্দ করতে কেন্দ্ৰকে নির্দেশ দিয়েছে।

‘অযোধ্যা নিয়ে সুপ্ৰিম কোর্টের এই রায়ের কোনও মূল্য আমাদের কাছে নেই। এই রায়ে আমরা খুশি নই। আমরা এই বিষয়টির পর্যালোচনা চাইবো’-রায়দানের পর একথা বলেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরিয়াব জিলানি।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অযোধ্যার রায়কে স্বাগত জানিয়ে সব পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান কংগ্ৰেসের

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam Pradesh Congress Committee (APCC) Welcomes Supreme Court Verdict in Ayodhya Dispute Case

Next Story
সংবাদ শিরোনাম