Begin typing your search above and press return to search.

চাকরি নিয়মিত করার দাবিতে পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন ঠিকা কর্মীদের ধরনা

চাকরি নিয়মিত করার দাবিতে পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন ঠিকা কর্মীদের ধরনা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 Oct 2019 10:21 AM GMT

গোলাঘাটঃ রাজ্য ব্যাপী প্ৰতিবাদের অংশ হিসেবে গোলাঘাটে পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন বিভাগের(পিঅ্যান্ডআরডি)অধীনে ঠিকা ভিত্তিতে নিযুক্ত কর্মীরা বেতন বৃদ্ধি ও তাদের চাকরি নিয়মিতকরণের দাবিতে মঙ্গলবার সংশ্লিষ্ট উন্নয়ন ব্লকে প্ৰতিবাদ ধরনা কর্মসূচি পালন করেন।

এই পরিপ্ৰেক্ষিতে পঞ্চায়েত ও গ্ৰাম উন্নয়ন ঠিকা কর্মচারী পরিষদ অসম-এর মোরঙ্গি ব্লক ইউনিয়নের সভাপতি ও সম্পাদক যথাক্ৰমে সঞ্জয় পাঠক ও মনুজ বরা বলেন,পিঅ্যান্ডআরডি গ্ৰাম রোজগার সহায়ক,কম্পিউটার অ্যাসিস্টান্ট,অ্যাকাউন্ট অ্যাসিস্টান্ট,গ্ৰাম পঞ্চায়েত সমন্বয়ক,এমআইএস ম্যানেজার এবং অ্যাক্ৰিডিয়েটেড ইঞ্জিনিয়ার ইত্যাদি বিভিন্ন পদে ঠিকার ভিত্তিতে কর্মী নিয়োগ করেছে। এই সমস্ত কর্মীদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই ১২ বছরেরও বেশি সময় কাজ করেছেন,কিন্তু সরকার আজ পর্যন্ত তাদের চাকরি নিয়মিত করেনি এবং এমন কি তাদের যথা্যথ বেতনও দেওয়া হচ্ছে না। সংগঠনটি অভি্যোগ করেছে মাসিক বেতনের নামে সরকার সামান্য পরিমাণ টাকা দিয়ে তাদের বঞ্চিত করছে।

সংগঠন এই সমস্ত কর্মীদের চাকরি নিয়মিত করার পাশাপাশি স্থায়ী ও নিয়মিত কর্মচারীদের সম পরিমাণ গ্ৰেড পে ও স্কেল পে দেওয়ার দাবি জানিয়েছে। পঞ্চায়েত ও গ্ৰাম উন্নয়ন ঠিকা কর্মচারী পরিষদ তাদের দাবির সমর্থনে ১ থেকে ৩ অক্টোবর এবং ১০ ও ১১ অক্টোবর একগুচ্ছ কর্মসূচি পালনের কথা ঘোষণা করেছে। সংগঠন এই হুমকিও দিয়েছে যে সরকার যদি তাদের দাবি পূরণে ফলপ্ৰসূ কোনও পদক্ষেপ না নেয় তাহলে খুব শিগগিরই তারা জোরদার আন্দোলন কর্মসূচি পালন করবে।

নুমলিগড়ের খবরঃ এদিকে রাজ্যের বিভিন্ন প্ৰান্তের সঙ্গে মোরঙ্গি মৌজার অধীন বিভিন ঠিকা কর্মীরা ১ থেকে ৩ অক্টোবর এবং ১০ ও ১১ অক্টোবর নির্দিষ্ট কিছু নীতি সম্পর্কে কার্যকরী ব্যবস্থা গ্ৰহণের দাবিতে পাঁচ দিনের ধর্মঘট পালন করছে।

মোরঙ্গি উন্নয়ন ব্লকের অধীন ১১টি গ্ৰাম পঞ্চায়েত এই ধর্মঘটে অংশ নিয়েছে। তাদের প্ৰধান দাবি সমূহ হচ্ছে চাকরি নিয়মিত করার ব্যবস্থা সুনিশ্চিত করা,নিয়মিত কর্মীদের মতো তাদের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া ইত্যাদি। সরকার যদি তাদের দাবি এড়িয়ে চলে তাহলে তারা ১৪ অক্টোবর থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট শুরু করবে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ লখিমপুরের ডাম্পিং গ্ৰাউন্ডে উচ্ছেদ অভিযান

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Peace Rally to prevent frequent Road Accident in Tinsukia

Next Story
সংবাদ শিরোনাম