দল ক্যা-র বিরোধী,সুপ্ৰিম কোর্টে মামলাও করেছেঃ ফণীভূষণ

দল ক্যা-র বিরোধী,সুপ্ৰিম কোর্টে মামলাও করেছেঃ ফণীভূষণ
Published on

গুয়াহাটিঃ ক্যা ইস্যু নিয়ে তিন অগপ মন্ত্ৰীর বিরুদ্ধে একাংশ দলীয় কর্মীর ক্ষোভের পরিপ্ৰেক্ষিতে বরিষ্ঠ অগপ নেতা তথা মন্ত্ৰী ফণীভূষণ চৌধুরী বুধবার বলেছেন,আঞ্চলিক দলটি ক্যার বিরোধী এবং সে জন্যই দল ইতিমধ্যেই এই আইনের বিরুদ্ধে সুপ্ৰিমকোর্টে মামলা দাখিল করেছে।

‘দিশপুরে অগপ জোট সরকারের শরিক হওয়া সত্ত্বেও দল ইতিমধ্যেই শীর্ষ আদালতে মামলা করেছে ক্যার বিরুদ্ধে। যেকোনো আইনি লড়াইয়ে সুপ্ৰিম কোর্টের ঊর্ধ্বে কেউ নয়’-বলেন চৌধুরী।

বিদেশির বিরুদ্ধে অসম আন্দোলনে তিনি(চৌধুরী)জড়িত ছিলেন না বলে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত যে বিবৃতি দিয়েছেন সে ব্যাপারে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে মন্ত্ৰী বলেন,‘আমি অসম আন্দোলনে জড়িত ছিলাম কিনা বঙাইগাঁওয়ের মানুষের সেটা ভালো করেই জানা আছে। এমনকি অসম চুক্তি স্বাক্ষরিত হবার পর মহন্ত যখন প্ৰথমবার বঙাইগাঁওয়ে গিয়েছিলেন তখন এক জনসভায় আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল আন্দোলনে জড়িত থাকার জন্য’।

এদিকে,অগপ মঙ্গলবার রাতে তাদের গুয়াহাটি মহানগর কমিটি ভেঙে দিয়েছে এবং বুধবারই নতুন সিটি কমিটি গড়েছে। রাজেন মেধি গুয়াহাটি সিটি কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন। খনিন বরা ও ড. তপন দাসকে সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে। নতুন কমিটি বুধবারই এখানে দলের আমবাড়ি স্থিত সদর কার্যালয়ে বরিষ্ঠ নেতাদের উপস্থিতিতে কার্যভার সমঝে নিয়েছেন। ক্যা নিয়ে অগপ নেতাদের অবস্থান সম্পর্কে জানতে মঙ্গলবার গুয়াহাটি কমিটির নেতাদের একটা গোষ্ঠী বৈঠক ডেকেছিল। ওই বৈঠকে দলের বরিষ্ঠ নেতা প্ৰফুল্ল কুমার মহন্ত,বৃন্দাবন গোস্বামী,পবীন্দ্ৰ ডেকা উপস্থিত ছিলেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Torch Relay of 3rd Khelo India Youth Games reaches South Salmara Mankachar

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com