Begin typing your search above and press return to search.

পেমা খান্ডু অরুণাচল প্ৰদেশের মুখ্যমন্ত্ৰী হিসেবে শপথ নিলেন

পেমা খান্ডু অরুণাচল প্ৰদেশের মুখ্যমন্ত্ৰী হিসেবে শপথ নিলেন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  30 May 2019 7:25 AM GMT

ইটানগরঃ প্ৰবীণ বিজেপি নেতা পেমা খান্ডু বুধবার অরুণাচল প্ৰদেশের দশম মুখ্যমন্ত্ৰী হিসেবে শপথ নিলেন। অরুণাচল প্ৰদেশের রাজ্যপাল ব্ৰিগেডিয়ার(অবসরপ্ৰাপ্ত)ড.বিডি মিশ্ৰ তাঁকে গোপনীয়তা রক্ষার শপথ বাক্য পাঠ করান। শপথ গ্ৰহণ অনুষ্ঠান রাজভবনের পরিবর্তে এখানকার দর্জি খান্ডু কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল। উপমুখ্যমন্ত্ৰী পদে চাওনা মিন সহ মোট ১১ জন ক্যাবিনেট মন্ত্ৰী হিসেবে এদিন খান্ডুর সঙ্গে শপথ নেন।

অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল,মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড কে সাংমা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্ৰী নেইফিউ রিও ও তাঁর ডেপুটি ওয়াই প্যাটন,ত্ৰিপুরা ও মণিপুরের মুখ্যমন্ত্ৰী ক্ৰমে বিপ্লব দেব ও এন বীরেন সিং এবং বিজেপির সাধারণ সম্পাদক(উত্তর পূর্বের দায়িত্ব প্ৰাপ্ত)রাম মাধব প্ৰমুখ শপথ গ্ৰহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চাওনা মিন,ওয়াংকি লোয়াং,হনচান নগেন ডাম,কামলাং মোচাং,আলো নিবাং এবং বামাং ফেলিক্স বর্তমানের এই ছজন মন্ত্ৰীকেই মন্ত্ৰিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিধানসভার ডেপুটি স্পিকার টুমকে বাগরা বর্তমান বিধায়ক মামা নাতুং এবং তাবো টাকি ক্যাবিনেটে ঠাঁই পেয়েছেন।

দুজন নতুন বিধায়ক তাগ তাদির এবং নাকাপ নালোকে নতুন মন্ত্ৰিসভায় ঠাঁই দেওয়া হয়েছে।

শপথ গ্ৰহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খান্ডু হিমালয়ান রাজ্যটিতে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ও দল সভাপতি অমিত শাহর পক্ষ থেকে রাজ্যের জনগণকে ধন্যবাদ জানান।

‘বিজেপি নিজস্বভাবে সরকার গঠন করতে পারায় রাজ্যের কাছে এটা একটা ঐতিহাসিক দিন’। রাজ্যে একটা স্বচ্ছ,পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত সরকারের প্ৰতিশ্ৰুতিও দেন খান্ডু। তিনি বলেন,আইনশৃঙ্খলা রক্ষা,স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্ৰে তার সরকার সবচেয়ে বেশি অগ্ৰাধিকার দেবে। খান্ডু এবং তার মন্ত্ৰিসভার সদস্যরা আজ নয়াদিল্লিতে প্ৰধানমন্ত্ৰী মোদির শপথগ্ৰহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

গত ১১ এপ্ৰিল লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্যে ৬০ সদস্যের বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়। বিধানসভা নির্বাচনে বিজেপি ৪১টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে। এদিকে ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি)-র রাজ্য শাখা খান্ডুর নেতৃত্বাধীন বিজেপি সরকার গঠনে বাইরে থেকে নিঃশর্ত সমর্থন দিয়েছে।

Next Story
সংবাদ শিরোনাম