যানবাহন নিয়ন্ত্ৰণে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান সহকারী পুলিশ কমিশনারের

যানবাহন নিয়ন্ত্ৰণে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান সহকারী পুলিশ কমিশনারের
Published on

গুয়াহাটিঃ মহানগরীতে যানজটের সমস্যা ক্ৰমেই বেড়ে চলায় নিত্যযাত্ৰীদের হয়রানির মুখে পড়া নতুন কথা নয়। ট্ৰাফিক পুলিশ তীব্ৰ যানজটের সমস্যা থেকে যাত্ৰীদের স্বস্তি দেওয়ার চেষ্টা জারি রেখেছে। দ্য সেন্টিনেল ডিজিটেলের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে ট্ৰাফিক পুলিশের সহকারী কমিশনার প্ৰশান্ত শইকিয়া মহানগরীতে যানবাহন নিয়ন্ত্ৰণের ক্ষেত্ৰে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। জনসংখ্যার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্ৰে বিকাশের পথে এগিয়ে চলেছে এ শহর। তাই ট্ৰাফিক বিভাগে যে সমস্ত পুলিশ রয়েছেন,তাঁদের যানজট যেখানে বেশি হয় সেই সমস্ত স্থানেই মোতায়েন করা হয়ে থাকে।

‘প্ৰতিটি ট্ৰাফিক পয়েণ্ট অজস্ৰ তিনআলি ও চারালি রয়েছে। যানবাহন নিয়ন্ত্ৰণের জন্য কোনও জায়গায় নো পার্কিং করা হলে জনতাকে তার প্ৰতি সম্মান জানাতে হবে। প্ৰত্যেক ব্যক্তি যেভাবে আইনকে মান্যতা দেন ঠিক সেইভাবে পথ নীতিকেও তাদের সম্মান জানাতে হবে’। পুলিশ কর্তা শইকিয়া লেন ড্ৰাইভিং সম্পর্কে বলেন,অনেক চালকই লেন ড্ৰইভিং জানেন না। কোনও লেনে গেলে তাদের সুবিধা হবে এবং অন্য বাহন চালকের অসুবিধা হবে না সে সম্পর্কে তাঁরা জ্ঞাত নন। তাই শুধু ড্ৰাইভিং লাইসেন্স থাকলেই চলবে না,চালকরা তাদের গাড়ি যেখানে সেখানে রাখার জন্য যাতে অন্য মানুষকে অসুবিধার মুখে পড়তে না হয় সেদিকেও দৃষ্টি রাখতে হবে।

উল্লেখ্য,মহানগরীতে সিটিবাসগুলোকেও তাদের স্ট্যান্ডের বাইরে যেখানে সেখানে থামিয়ে যাত্ৰী তুলতে দেখা যায়। শইকিয়া বলেন,এক্ষেত্ৰে সিটিবাস চালকদের এটা মাথায় রাখতে হবে যে তারা যেন যেখানে সেখানে বাস না থামান। যাত্ৰীদেরও দায়িত্ব রয়েছে সিটিবাস যেন শুধু স্ট্যান্ডই থামানো হয় তা দেখার। এছাড়া অন্যান্য ট্ৰাফিক নীতিও গাড়ি চালক এবং জনগণের মেনে চলা উচিত।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com