Begin typing your search above and press return to search.

সন্ত্ৰাস বিরোধী দিবসে শপথ গ্ৰহণ রাজ্য সচিবালয় কর্মীদের

সন্ত্ৰাস বিরোধী দিবসে শপথ গ্ৰহণ রাজ্য সচিবালয় কর্মীদের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 May 2019 1:08 PM GMT

গুয়াহাটিঃ জনতা ভবনের ব্লক-এ-র সামনে মঙ্গলবার সন্ত্ৰাস বিরোধী দিবসে বেলা ১১টা নাগাদ এক শপথ গ্ৰহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যসচিব অলক কুমার অসম সচিবালয়ের কর্মী এবং আধিকারিকদের শপথ বাক্য পাঠ করান। কমিশনার অ্যান্ড সেক্ৰেটারি অফ সেক্ৰেটারিয়েট অ্যাডমিনিস্টেশনের ড. এম অঙ্গামথু ও অন্যান্য পদস্থ কর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে তথ্য ও জনসংযোগ বিভাগেও শপথ গ্ৰহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের সঞ্চালক অনুপম চৌধুরী অফিসার ও কর্মীদের শপথ বাক্য পাঠ করান।

Next Story
সংবাদ শিরোনাম