জরুরি অবস্থার কথা তুলেই বিরোধী শিবিরকে বিঁধলেন মোদি

জরুরি অবস্থার কথা তুলেই বিরোধী শিবিরকে বিঁধলেন মোদি

নয়াদিল্লিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি মঙ্গলবার লোকসভায় দীর্ঘ বক্তৃতা দেবার সময় বিরোধী শিবিরকে আক্ৰমণের টার্গেট করেন। রাষ্ট্ৰপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক বিতর্কে বক্তব্য পেশ করতে গিয়ে প্ৰধানমন্ত্ৰী বিরোধী শিবির বিশেষ করে কংগ্ৰেসকে তাক করে বলেন,একাংশ লোকের বিশ্বাস দেশের অগ্ৰগতিতে মুষ্টিমেয় কিছু লোকেরই অবদান রয়েছে। বাকিদের কোনও অবদান নেই। প্ৰধানমন্ত্ৰী তাঁর ভাষণে ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা বলবত করার প্ৰসঙ্গটি টেনে আনেন। বলেন,ওই দিনটিতে দেশের আত্মাকে পিষ্ট করে জারি করা হয়েছিল জরুরি অবস্থা। ওই কালো দিনগুলোর কথা স্মরণ হলে আজও মানুষের আত্মা কেঁপে ওঠে। বিরোধী শিবিরকে নিশানা করে মোদি বলেন,এমন কিছু লোক রয়েছেন যারা বিশ্বাস করেন,হাতে গোনা কয়েকজনই দেশের অগ্ৰগতিতে অবদান রেখেছেন। বিরোধী শিবিরের কিছু লোক সেই মুষ্টিমেয় কয়েকজনের নামই শুরুতে চায়,অন্যদের তারা অবজ্ঞার নজরে দেখে। ‘কিন্তু আমরা অন্যরকম ভাবি। আমরা মনে করি ভারতের অগ্ৰগতির স্বার্থে প্ৰতিজন নাগরিকই কাজ করছেন’।

বিরোধী দলকে বিঁধে মোদি আরও বলেন,২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা কখনো অটলজির(প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী)ভাল কাজগুলো নিয়ে কোনওদিন কিছু বলেছে কি? বলেছে কি প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী পি ভি নরসিমহা রাওয়ের ভাল কাজগুলো সম্পর্কে। আবার সভায় উপস্থিত এই একই ব্যক্তিদের মনমোহন সিং-এর ভাল কাজ নিয়ে কোনও দিন কথা বলতে দেখা যায়নি-বলেন মোদি। দেশে জরুরি অবস্থা চাপানোর জন্য মোদি যে কংগ্ৰেস বিশেষ করে গান্ধী পরিবারকেই টার্গেট করেছেন তা বুঝতে অসুবিধা হয় না। কারণ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ইন্দিরা গান্ধী ৭৫ সালে দেশে জরুরি অবস্থা বলবৎ করেছিলেন।

বিরোধীদের জনবিচ্ছিন্ন আখ্যা দিয়ে প্ৰধানমন্ত্ৰী বলেন,আপনারা এতটাই আকাশে ভাসছেন যে মাটির সঙ্গে আপনাদের কোনও সম্পর্কই নেই।

বিগত পাঁচ বছরে তাঁর সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে মোদি বলেন,স্বাধীনতার পর থেকে একের পর এক সরকার এমনভাবে দেশ চালিয়েছে যে সাধারণ মানুষ তাদের প্ৰাপ্য থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু তাঁর সরকার মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সফল হয়েছে। মোদি বলেন,গত ৭০ বছরে যে রোগ সারা দেশে ছড়ানো হয়েছে তা সারিয়ে তুলতে পাঁচ বছর মোটেই বেশি সময় নয়। তবে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে তার সরকার নিরন্তর লড়ে যাচ্ছে-উল্লেখ করেন প্ৰধানমন্ত্ৰী।

সরকার যে জনগণের জন্য কিছু করতে চাইছে সেই প্ৰত্যয় এখন জন্মেছে মানুষের মনে। আর এজন্যই দেশের মানুষ দ্বিতীয় বারের জন্য বিজেপিকে বিপুল ভোটে জয়ী করিয়েছেন। মোদি বলেন,দেশে চন্দ্ৰযান অভিযান,হাইওয়ে এবং আরও রেললাইন বসবে। সব মানুষকে নিয়েই উন্নত ও আধুনিক ভারত গড়তে চায় তাঁর সরকার। মোদির কথায় সেই ধারণাই স্পষ্ট হয়ে উঠেছে।

মোদি বলেন,স্বাধীনতার লড়াইয়ে বহু সাহসী মহিলা ও পুরুষ দেশের জন্য আত্মত্যাগ করেছেন। তাঁদের আত্মত্যাগের জন্যই দেশ স্বাধীন হয়েছে। তাই আমাদের স্বাধীনতা সংগ্ৰামীরা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন সাকার করে দেশ গড়ার কাজে আমাদের ব্ৰতী হতে হবে। মোদি চান,মহাত্মা গান্ধীর ১৫০ বছর জন্মজয়ন্তী ও ৭৫তম স্বাধীনতা দিবস দেশে ধুমধামের সঙ্গে পালন করা হোক।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com