নাগরিকত্ব আইনে কোনও ভারতীয়র ক্ষতি হবে না,বললেন প্ৰধানমন্ত্ৰী

নাগরিকত্ব আইনে কোনও ভারতীয়র ক্ষতি হবে না,বললেন প্ৰধানমন্ত্ৰী

নয়াদিল্লিঃ সংশোধিত নাগরিকত্ব আইনের(সিএএ)বিরুদ্ধে দেশের বিভিন্ন প্ৰান্তে আন্দোলন চাড়া দিয়ে উঠেছে। এরই পরিপ্ৰেক্ষিতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সোমবার দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন,এই আইনে দেশের কোনও নাগরিকের কোনও ক্ষতি হবে না তা তিনি যে কোনও ধর্মীয় সম্প্ৰদায়েরই হোন না কেন। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হিংসাত্মক প্ৰতিবাদের ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মোদি এ সমস্ত ঘটনাকে অত্যন্ত হতাশাজনক বলে উল্লেখ করেন। সোমবার দেশবাসীর উদ্দেশে এক টুইটার বার্তায় মোদি বলেন,‘বিতর্ক,আলাপ আলোচনা,মত পার্থক্য গণতন্ত্ৰের অঙ্গ। সরকারি সম্পত্তি বিনষ্ট করে পরিবেশ পরিস্থিতি এবং জনজীবন অস্থির করে তোলা কখনোই আমাদের আদর্শ হতে পারে না’।

‘সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন নিয়েই নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ সংসদের উভয় সদনে পাস হয়েছে। ব্যাপক সংখ্যাক রাজনৈতিক দল ও সাংসদ বিলটি সমর্থন করেছেন। এই আইন ভারতের শতাব্দী পুরনো গ্ৰহণযোগ্যতা,সামাজিক ঐক্য,সহানুভূতি এবং সৌভ্ৰাতৃত্বের সংস্কৃতিকেই প্ৰতিফলিত করে’-একগুচ্ছ টুইটে একথা বলেছেন প্ৰধানমন্ত্ৰী।

তিনি বলেন,‘দেশবাসীকে এটা নিশ্চিত করছি যে এই আইনের মাধ্যমে দেশের কোনও নাগরিক এবং কোনও ধর্মের প্ৰতি অন্যায় বা অবিচার করা হবে না। তাই এনিয়ে কোনও ভারতীয়র চিন্তার কারণ নেই। পড়শি দেশগুলিতে যারা বছরের পর নিপীড়নের শিকার হয়েছেন এবং ভারত ছাড়া যাদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই,শুধু তাদের জন্যই এই আইন’।

মোদি উল্লেখ করেন,এই মুহূর্তে আমাদের একসঙ্গে কাজ করে দেশের উন্নতিতে আত্মনিয়োগ করা প্ৰয়োজন,যাতে প্ৰতিজন ভারতীয় বিশেষ করে গরিব,অবহেলিত ও প্ৰান্তিক মানুষ সবল হয়ে উঠতে পারেন। কিছু ন্যস্ত স্বার্থান্বেষীরা দেশে বিভাজন সৃষ্টি করে অশান্তি,গোলোযোগ বাঁধানোর চেষ্টা করছে বলে প্ৰধানমন্ত্ৰী অভিযোগ করেন। তাই বিভাজনকামী শক্তিগুলোকে কোনওরকম সু্যোগ দেওয়া আমাদের উচিত হবে না। এ সময়ে শান্তি,সম্প্ৰীতি,ঐক্য ও ভ্ৰাতৃত্ববোধ বজায় রাখা একান্ত জরুরি। প্ৰধানমন্ত্ৰী মিথ্যে ও গুজব প্ৰচারকারীদের প্ৰচারে কান না দিতে দেশবাসীর প্ৰতি অনুরোধ জানিয়েছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: RD Junior College Students Stage Massive Protest against CAB

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com