Begin typing your search above and press return to search.

প্ৰধানমন্ত্ৰীর এক দেশ এক রেশন কার্ড চালু হলো দেশের ১২ রাজ্যে

প্ৰধানমন্ত্ৰীর এক দেশ এক রেশন কার্ড চালু হলো দেশের ১২ রাজ্যে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 Jan 2020 12:00 PM GMT

নয়াদিল্লিঃ রুজি রোজগার ও চাকরির স্বার্থে দেশের মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বসবাস করেন। তাই বৈধ রেশন কার্ড হাতে থাকা সত্ত্বেও অন্য রাজ্যে গিয়ে তা ব্যবহার করতে পারেন না বহু মানুষ। এই অসুবিধা ঘোচাতেই এবার কেন্দ্ৰের তরফে এক দেশ এক রেশন ব্যবস্থা চালু করা হলো। নতুন বছরের ১ জানুয়ারি থেকে দেশের ১২টি রাজ্যে চালু করা হয়েছে এই ব্যবস্থা। এই ব্যবস্থায় রেশন কার্ডের মাধ্যমে যে কোনও দোকান থেকে খাদ্য সামগ্ৰী কেনা যাবে।

প্ৰাথমিক পর্যায়ে যে রাজ্যগুলিতে এই ব্যবস্থা চালু করা হয়েছে সেগুলি হচ্ছে তেলেঙ্গানা,গুজরাট,অন্ধ্ৰপ্ৰদেশ,হরিয়ানা,মহারাষ্ট্ৰ,কর্নাটক,কেরল সহ আরও কয়েকটিতে। কেন্দ্ৰীয় সরকার চাইছে ২০২০-র জুনের মধ্যে দেশের সব রাজ্যে এই ব্যবস্থা চালু করতে। ভারতের প্ৰায় ৭৯ কোটি মানুষ রেশন কার্ড ব্যবহার করেন। কেন্দ্ৰের এই ব্যবস্থার ফলে প্ৰাথমিক পর্যায়ে প্ৰায় ৩৫ কোটি মানুষ উপকৃত হবেন। চলতি বছরে দেশের ২০টি রাজ্যে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানা গিয়েছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ১০ জানুয়ারি কলকাতা আসছেন প্ৰধানমন্ত্ৰী মোদি

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Representatives of Assam Sahitya Sabha stage Black Gag protest against CAA 2019

Next Story
সংবাদ শিরোনাম