গুয়াহাটিঃ ‘অসম পুলিশ রাজ্যের মানুষের জন্য দৃষ্টান্তমূলক সেবার স্বাক্ষর রেখেছে এবং তাদের ঊর্দিও যথেষ্ট ক্ষমতা ও দায়িত্ব বহন করছে। এই ঊর্দি বা পোশাক পরিধানের সময় তাঁরা যে শপথ নিয়েছেন তার মূল্য যে কোনও পরিস্থিতিতে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। নিজেদের ভাবমূর্তি কালিমা লিপ্ত হয় এমন কোনও কাজ করা থেকে অসম পুলিশ কর্মীদের বিরত থাকা চাই এবং পুলিশের পোশাকে যাতে কোনও দাগ না লাগে দেখতে হবে তাও’। মঙ্গলবার গুয়াহাটির কাহিলিপাড়াস্থিত ৪র্থ এপিবিএন গ্ৰাউন্ডে রাজ্য পুলিশ দিবসে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল কথাগুলি বলেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী বলেন,সমাজে শান্তি,সম্প্ৰীতি জিইয়ে রাখতে পুলিশ কর্মীরা নিরলস কাজ করে চলেছেন। বলেন,পুলিশের খাকি পোশাকের মর্যাদাই ভিন্ন। তাই এই পোশাকের মর্যাদা তাদের যেকোনও মূল্যে রক্ষা করতে হবে। পুলিশের পোশাকে দাগ লাগে এমন যেকোনও কাজকর্ম থেকে তাঁদের দূরে থাকা উচিত। কারণ পুলিশের পোশাকে দাগ লাগলে তা আর মুছে ফেলা যাবে না। সোনোয়াল এদিন পুলিশের কাজের তারিফ করার পাশাপাশি দুর্নীতি ও ভ্ৰষ্টাচার ইত্যাদি ক্ষেত্ৰে তাঁদের সতর্ক থাকার পরামর্শ দেন। বলেন,পুলিশকে তাদের কাজের মাধ্যমেই আমজনতার আস্থা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। রাজ্যে এমন অনেক পুলিশ কর্মী রয়েছেন যাঁরা দেশ ও রাজ্যের জন্য প্ৰচুর ত্যাগ স্বীকার করেছেন,সেই সব পুলিশ কর্মীর আদর্শ অনুসরণ করেই পুলিশকে কর্তব্য পালনে ব্ৰতী হওয়া চাই-বলেন মুখ্যমন্ত্ৰী।
মুখ্যমন্ত্ৰী আরও বলেন,পুলিশ কর্মীদের পাহারার জন্যই রাজ্যের মানুষ রাতে শান্তিতে ঘুমোতে পারেন। মানুষের এই বিশ্বাস রক্ষা করতে হবে পুলিশকে। এদিন সেরা কাজের জন্য ১৯জন পুলিশ কর্মীকে মুখ্যমন্ত্ৰীর পুলিশ মেডেল দিয়ে সম্মানিত করেন সোনোয়াল।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ কোকরাঝাড়ে এনডিএফবি(এস)-এর ৬ জঙ্গি আটক,উদ্ধার অস্ত্ৰ ও গোলাবারুদ
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam Govt observes 65th 'Vanya Prani Saptah' Wild Life week in Guwahati