এনআরসিঃ যেকোনও পরিস্থিতির মোকাবিলায় প্ৰস্তুত রয়েছে পুলিশ,বললেন ডিজিপি

এনআরসিঃ যেকোনও পরিস্থিতির মোকাবিলায় প্ৰস্তুত রয়েছে পুলিশ,বললেন ডিজিপি
Published on

গুয়াহাটিঃ রাজ্যের ডিজিপি কুলধর শইকিয়া রবিবার বলেছেন,অসমে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়নের কাজ এখনও পর্যন্ত সুষ্ঠুভাবেই চলছে। তবে আগামি দিনে এনআরসিকে ঘিরে কোনও রকম চ্যালেঞ্জে এলে পুলিশ তার মোকাবিলায় প্ৰস্তুতই রয়েছে।

‘পরিস্থিতি বুঝে আমরা আরও আধা সামরিক বাহিনী চাইবো’। রবিবার এখানে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের একথা বলেন শইকিয়া। চূড়ান্ত এনআরসি প্ৰকাশিত হবে চলতি বছরের ৩১ জুলাই। ১৯৭১ সালের ২৫ মার্চকে কাট অফ ডেট ধরে ১৯৫১ সালের এনআরসি নবায়ন করা হচ্ছে কেন্দ্ৰ,রাজ্য সরকার ও সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)মধ্যে স্বাক্ষরিত ত্ৰিপাক্ষিক চুক্তি অনু্যায়ী। এনআরসি নবায়নের কাজ শেষ হলে ৭১-এর ২৫ মার্চের পরে অবৈধ অনুপ্ৰবেশকারীদের চিহ্নিত করা সহজ হবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com