পাওয়ার গ্ৰিডে এগজিকিউটিভ পদের চাকরি(বি.টেক/বি.ই,বি.এসসি)

পাওয়ার গ্ৰিডে এগজিকিউটিভ পদের চাকরি(বি.টেক/বি.ই,বি.এসসি)

পাওয়া গ্ৰিডে এগজিকিউটিভ ট্ৰেইনির চাকরির জন্য(বি.টেক/বি.ই,বি.এসসি)

অনলাইন রেজিস্ট্ৰেশন শুরু হবার আগে খালি পদের সংখ্যা এবং সংরক্ষণের ব্যাপারে বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হবে যা আমাদের ওয়েবসাইটে প্ৰকাশ করা হবে। তবে সংরক্ষণের ব্যবস্থা থাকবে ওবিসি/এনসিএল/ইডব্লিউএস/এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীদের ক্ষেত্ৰে। তবে সেটা নির্ভর করবে খালি পদের সংখ্যা ও ভারত সরকারের নির্দেশিকা অনু্যায়ী।

পদের নামঃ এগজিকিউটিভ ট্ৰেইনি

শিক্ষাগত যোগ্যতাঃ বি.টেক/বি.ই,বি.এসসি

খালি পদঃ ০১

বেতনঃ ৬০,০০০ টাকা-১,৮০,০০০ টাকা প্ৰতি মাসে

অভিজ্ঞতাঃ ফ্ৰেসার

বয়সঃ ২৮ বছরের মধ্যে হতে হবে ৩১-১২-২০১৯ তারিখ পর্যন্ত

চাকরির স্থানঃ ভারত জুড়ে

শেষ তারিখঃ ১৫/০২/২০২০

ফিসঃ এসসি/এসটি/পিডব্লিউডি/এক্স-এস এম/বিভাগীয় প্ৰার্থীদের আবেদন মাশুল থেকে ছাড় দেওয়া হয়েছে। আপনাকে আপনার কেনডিডেট লগ ইন সেকশনে লগইন করে ৫০০ টাকা অফেরতযোগ্য আবেদন মাশুল জমা করতে হবে কেবল মাত্ৰ অনলাইন মোডের মাধ্যমে। আবেদন মাশুল জমা করার পরই আপনার আবেদন প্ৰক্ৰিয়া সম্পূর্ণ বলে গণ্য করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখগুলিঃ

১.জিএটিই ২০২০ অনলাইন

২. জিএটিই রেজিস্ট্ৰেশনের জন্য জিওএপিএস-এর মাদ্হ্যমে আবেদন শুরু হয়েছে ৩ সেপ্টেম্বর ২০১৯

বি.অনলাইন অ্যাপ্লিকেশন দাখিলের ক্লোজিং তারিখ ছিল ২৪ সেপ্টেম্বর ২০১৯

সি. অনলাইন অ্যাপ্লিকেশন দাখিলের সম্প্ৰসারিত ক্লোজিং তারিখ ছিল ১ অক্টোবর ২০১৯

৩. পাওয়ার গ্ৰিডে অনলাইন আবেদন দাখিল শুরু হচ্ছে ১৫ জানুয়ারি ২০২০।

বি. পাওয়ার গ্ৰিডে অনলাইনে আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে ১৫ ফেব্ৰুয়ারি ২০২০

বাছাই প্ৰক্ৰিয়াঃ জিএটিই ২০২০-র করেসপন্ডিং পেপারে(১০০-র মধ্যে)অর্জিত নম্বর,গ্ৰুপ ডিসকাসন এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে। নির্বাচিত প্ৰার্থীদের নির্ধারিত ট্ৰেনিং পিরিয়ড সফলভাবে সম্পূর্ণ করতে এবং এরপর প্ৰতিষ্ঠানে কমপক্ষেও তিন বছর কাজ করার জন্য সার্ভিস এগ্ৰিমেন্ট বন্ড সই করতে হবে।

জেনারেল/ওবিসি(এনসিএল/ইডব্লিউএস নির্বাচিত প্ৰার্থীদের ক্ষেত্ৰে বন্ডের পরিমাণ ৫,০০০০০ টাকা। এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীদের ক্ষেত্ৰে বন্ডের অঙ্ক ২,৫০,০০০ টাকা।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com