Begin typing your search above and press return to search.

ভোগালি বিহুর পরিবর্তে বহাগ বিহুর টুইট করে অসমবাসীকে শুভেচ্ছা রাষ্ট্ৰপতির

ভোগালি বিহুর পরিবর্তে বহাগ বিহুর টুইট করে অসমবাসীকে শুভেচ্ছা রাষ্ট্ৰপতির

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  17 Jan 2020 1:28 PM GMT

গুয়াহাটিঃ রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ টুইটার যোগে অসমবাসীকে ভোগালি বিহুর শুভেচ্ছা জানাতে গিয়ে বহাগ বিহু সম্বোধন করেছেন। পরে অবশ্য ওই টুইটটি অবলুপ্ত করা হয়।

নতুন সংশোধিত টুইটটি হচ্ছে নিম্নরূপ ‘সূর্য মকররাশিতে প্ৰবেশের সঙ্গে সঙ্গে আবহাওয়া পাল্টাতে শুরু হয় এবং এসময়ে দেশের বিভিন্ন প্ৰান্তে মাঠের পাকা ধান ও ফসল ঘরে ওঠে। আমরা এসময়েই মকর সংক্ৰান্তি,ভোগালি বিহু,পোঙ্গল,উত্তরায়ন ও পৌষ উৎসব পালন করে থাকি’। দেশের বিভিন্ন প্ৰান্তে বিভিন্ন নামে পালিত এই উৎসবের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্ৰপতি। অসমে বহাগ বিহুই রঙালি বিহু নামে পরিচিত এবং এই সময়েই অসমিয়া নববর্ষ পালিত হয়,যার আয়োজন হয় থাকে এপ্ৰিল মাসে।

অন্যদিকে অসমে ভোগালি বিহুই মাঘ বিহু নামে পরিচিত,যা অনুষ্ঠিত হয় জানুয়ারি মাসের মা্ঝামাঝিতে। মূলত এটা ফসল ঘরে তোলার উৎসব এবং কৃষির সঙ্গেই এই উৎসবের ঘনিষ্ঠ সম্পর্ক। অসমে কঙালি অথবা কাতি বিহু অনুষ্ঠিত হয় অক্টোবর মাসে,যখন মাঠের ফসল ঘরে ওঠে না।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসম চুক্তির ৬নং দফা রূপায়ণে উচ্চস্তরীয় কমিটির রিপোর্ট পেশের সময় বাড়ল আরও একমাস

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Anti-CAA Sit-in Protest observed during Silpi Divas at Nehru Park in Guwahati

Next Story
সংবাদ শিরোনাম