আন্তর্জাতিক বাজার দখলে উৎকৃষ্ট মানের চা উৎপাদনে গুরুত্ব পাটোয়ারি

আন্তর্জাতিক বাজার দখলে উৎকৃষ্ট মানের চা উৎপাদনে গুরুত্ব পাটোয়ারি

রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি আন্তর্জাতিক বাজার কব্জা করতে চা উদ্যোগগুলোকে উৎকৃষ্ট মানের চা উৎপাদন করার পরামর্শ দিয়েছেন। ‘আন্তর্জাতিক বাজার এখন বিভিন্ন ধরনের উৎকৃষ্ট চায়ে ভরে গেছে। তাই রাজ্যের চা উদ্যোগগুলি যদি আন্তর্জাতিক মানের চায়ের সঙ্গে পাল্লা দিতে না পারে তাহলে অসমের চা কখনোই কাঙ্খিত মূল্য পাবে না। তাই চা উদ্যোগগুলোকে চা উৎপাদনের পুরনো পদ্ধতি পরিহার করে উদ্ভাবনী প্ৰক্ৰিয়ার মাধ্যমে নতুন প্ৰজন্মকে চা-র আসক্ত করতে হবে’-এখানে এক সাংবাদিক সম্মেলনে পাটোয়ারি একথা বলেন।

বুধবার সন্ধ্যায় খানাপাড়ায় আসাম অ্যাডমিনইস্ট্ৰেটিভ স্টাফ কলেজে চা শিল্পের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মন্ত্ৰী সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছিলেন।

বৈঠকে রাজ্যের চা উদ্যোগগুলির বর্তমান অবস্থা ও মান গভীরভাবে তলিয়ে দেখার জন্য একটা তৃতীয় পক্ষকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। চা শিল্পের সামনে যে চ্যালেঞ্জ আসছে তার সফল মোকাবিলায় স্ট্ৰ্যাটিজি প্ৰস্তুত করতেও বলা হবে এই তৃতীয় পক্ষকে।

তিনি বলেন,আইআইটি এবং আইআইএম-এর মতো খ্যাতনামা এবং স্বতন্ত্ৰ প্ৰতিষ্ঠানগুলো চা শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে। পাটোয়ারি বলেন,এভাবে পরীক্ষা চালানো হলে চা শিল্পের সমস্যা,সম্ভাবনা এবং চা শিল্পের ক্ষেত্ৰে ভবিষ্যতে আসা চ্যালেঞ্জের মোকাবিলা কিভাবে করআ যাবে তা পুরো চালচিত্ৰ প্ৰকাশ্যে আসবে। ‘এধরনের পরীক্ষার প্ৰধান উদ্দেস্জ্য হচ্ছে,ভবিষ্যতে রাজ্যের চা শিল্পকে টিকিয়ে রাখতে একটা রোড ম্যাপ প্ৰস্তুত করা’-বলেন তিনি।

অসমের চা যাতে সারা বিশ্বে সমাদৃত হয় তার জন্য রাজ্য সরকার চা সম্পর্কে গবেষণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকার যোরহাটের টোকলাই চা গবেষণা কেন্দ্ৰের জন্য আগামি অর্থ বছর থেকে পৃথক ফান্ড রাখার লক্ষ্যমাত্ৰা নির্ধারণ করেছে। পাটোয়ারি আরও বলেন,দেশ এবং আন্তর্জাতিক বাজারে অসমের বিভিন্ন ধরনের চা তুলে ধরতে দুবাই টি পার্কের ধাঁছে কামরূপ জেলার ছয়গাঁওয়েও একটি টি পার্ক স্থাপন করবে। উদ্যোগ বিভাগের কর্মকর্তারা দুবাইয়ে গিয়ে ওই টি পার্কটি পরিদর্শন করে অভিজ্ঞতা সঞ্চয় করবেন। তিনি বলেন,চা উদ্যোগ সম্পর্কিত কিছু ইস্যু কেন্দ্ৰের দরবারেও তুলে ধরা হবে।

বাগান কর্মীদের পর্যাপ্ত রেশন দেওয়া সম্পর্কে বাগান পরিচালনা কর্তৃপক্ষের সমস্যা খতিয়ে দেখতে রাজ্য সরকার একটি ক্যাবিনেট সাব কমিটি গঠন করেছে।

বাগান কর্মীদের দুর্গা পূজার বোনাস দেওয়া সম্পর্কে পাটোয়ারি বলেন,‘আমি আশা করছি বর্তমান নীতি অনু্যায়ী বাগান কর্মীরা পুজো বোনাস পাবেন’। নর্থ ইস্ট টি অ্যাসোসিয়েশন(নেটা)গত মঙ্গলবার ইঙ্গিত দিয়েছিল এবছর বাগান কর্মীরা ২০ শতাংশ বোনাস নাও পেতে পারেন। কারণ বাগানগুলো লোকসানের মুখে পড়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: One dies on being attacked by stray bull in Bongaigaon

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com