যৌন নিগ্ৰহ থেকে শিশুদের সুরক্ষায় বিল পাস লোকসভায়

যৌন নিগ্ৰহ থেকে শিশুদের সুরক্ষায় বিল পাস লোকসভায়

নয়াদিল্লিঃ দেশে শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি ঐতিহাসিক বিল লোকসভায় পাস হয়ে গেলো। প্ৰটেকশন অফ চিলড্ৰেন ফর্ম সেক্সচুয়াল ওফেনসেস(যৌন আতিশয্য থেকে শিশুদের সুরক্ষা)সংশোধনী বিল ২০১৯ বৃহস্পতিবার লোকসভায় সর্বসম্মতিক্ৰমে পাস হয়ে যায়। সদস্যরা সর্বসম্মতিক্ৰমে বিলের পক্ষে অনুমোদন জানান। বিলটি এখন উচ্চ সদনে পাস হওয়ার অপেক্ষায়। রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দের অনুমোদনের পর এই বিল আইনি রূপ নিলে দেশে যৌন নিগ্ৰহ থেকে শিশুদের সুরক্ষার পথ প্ৰশস্ত করবে।

শিশুদের উপর যৌন নিগ্ৰহে অপরাধী সাব্যস্ত ব্যক্তির মৃত্যু দণ্ডের প্ৰস্তাব রাখা হয়েছে নতুন এই বিলে। এখানে উল্লেখ করা যেতে পারে,বিলটি লোকসভায় উত্থাপন করা হলে সদস্যরা সর্বসম্মতিক্ৰমে বিলের পক্ষে দাঁড়ান এবং বিলটি ধ্বনি ভোটে পাস হয়ে যায়।

বিলে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। সেটা হলো শিশু পর্ন চিত্ৰ। শিশু পর্ন চিত্ৰ সম্পর্কে বিলে পরিষ্কার করে বলা হয়েছে এধরনের পর্ন চিত্ৰ উন্নীতকরণ,প্ৰচার অথবা শিশুদের এক্ষেত্ৰে প্ৰশ্ৰয় দিলে সংশ্লিষ্ট ব্যক্তির শাস্তি অবধারিত।

কেন্দ্ৰীয় মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের মন্ত্ৰী স্মৃতি ইরানি বৃহস্পতিবার বিলটি লোকসভায় পেশ করেন। বিলটি সমর্থন করায় তিনি সদনের সব সদস্যের প্ৰতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ইরানি বলেন,‘আপনারা সর্বসম্মতিক্ৰমে বিলটি সমর্থন করায় আমি প্ৰত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সদস্যরা দলমত নির্বিশেষে যেভাবে বিলটি সমর্থন করেছেন সেটা সত্যিই দৃষ্টান্তমূলক’।

বিলে আরও উল্লেখ করা হয়েছে,শিশুদের ওপর যৌন নিগ্ৰহে অপরাধী প্ৰমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির কমপক্ষেও ২০ বছর সশ্ৰম কারাদণ্ড ভুগতে হবে। পর্ন চিত্ৰের উদ্দেশ্যে শিশুদের ব্যবহার করলে কমপক্ষেও ৫ বছর জেল খাটতে হবে অপরাধীকে। পুনর্বার এধরনের কাজে লিপ্ত হলে সাত বছর সাজা হবে বলে উল্লেখ করা হয়েছে বিলে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ফের লোকসভায় পাস হলো তিন তালাক বিল

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com