Begin typing your search above and press return to search.

নাগরিকত্ব সংশোধনী বিলের প্ৰতিবাদে উত্তাল গোটা রাজ্য,বনধে স্তব্ধ অসম

নাগরিকত্ব সংশোধনী বিলের প্ৰতিবাদে উত্তাল গোটা রাজ্য,বনধে স্তব্ধ অসম

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  10 Dec 2019 9:24 AM GMT

গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী বিলের(ক্যাব)বিরুদ্ধে রাজ্যজুড়ে চলছে প্ৰতিবাদের ঝড়। এদিকে উত্তরপূর্ব ছাত্ৰ মংগঠনের(নেসো)ডাকা ১১ ঘন্টা উত্তর পূর্বাঞ্চল বনধে অসমে স্বাভাবিক জীবন সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল গৃহীত হওয়ার পর সমগ্ৰ অসম জুড়ে আন্দোলন তীব্ৰ রূপ নিয়েছে। নেসোর বনধের পাশাপাশি মঙ্গলবার গোটা অসমের বিভিন্ন প্ৰান্তের মানুষ বিল বিরোধিতায় পথে নেমে এসেছেন। সমাজের প্ৰতিটি স্তরের মানুষ বিলের বিরোধিতায় সোচ্চার হয়ে উঠেছেন। শিল্পী,শিক্ষক,সাহিত্যিক,সাংবাদিক,বুদ্ধিজীবী সহ সব শ্ৰেণির মানুষকে বিলের বিরোধিতায় পথে নামতে দেখা গেছে। সাংবাদিকরা সোমবার ব্যানার,পোস্টার হাতে নিয়ে ক্যাব বিরোধী শ্লোগান দিয়ে প্ৰতিবাদ সাব্যস্ত করেন। সাংবাদিকদের এই প্ৰতিবাদের প্ৰতি সমর্থন জানিয়েছেন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী গগৈ স্বয়ং প্ৰতিবাদস্থলে উপস্থিত হয়ে প্ৰতিবাদে অংশ নেন। অন্যদিকে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰ-ছাত্ৰীরা সোমবার সন্ধ্যায় বিলের বিরোধিতায় প্ৰতিবাদ মিছিল বের করে।

অন্যদিকে,বিলের বিরোধিতায় চুটিয়া সংগঠনগুলোর ১২ ঘন্টা বনধ ঘোষণার ফলে রাজ্যের বিভিন্ন প্ৰান্তের জনজীবন স্তব্ধ হয়ে পড়তে দেখা গেছে। তবে কোনও অপ্ৰীতিকর ঘটনা ঘটেনি। দুই এবং চার চাকার বাহন পথে নামতে দেখা যায়নি। মরিগাঁও,যোরহাট,ডিমৌ,শিবসাগর,লখিমপুর ইত্যাদি বিভিন্ন অঞ্চলে বনধের সঙ্গে ক্যাব বিরোধিতায় আন্দোলন তীব্ৰ রূপ নিতে দেখা যাচ্ছে।

যোরহাটে ২০টিরও বেশি সংগঠন পথ অবরোধ করে প্ৰতিবাদ সাব্যস্ত করে। অন্যদিকে কোকরাঝাড় আসু মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,মন্ত্ৰী কেশব মহন্ত,ফণীভূষণ চৌধুরী অগপ সভাপতি তথা কৃষিমন্ত্ৰী অতুল বরার প্ৰতিকৃতি কোকরাঝাড় শহরের নতুন উড়াল সেতুর কাছে ফাঁসিতে ঝুলিয়ে ক্যাব বিরোধী শ্লোগান দেয়।

অন্যদিকে,ক্যাব বিরোধিতায় মঙ্গলবার উত্তরপূর্ব ছাত্ৰ সংগঠনের(নেসো)ডাকা ১১ ঘন্টা বনধে উত্তর পুবের সব রাজ্যের সঙ্গে অসমেও বনধের সর্বাত্মক প্ৰভাব পড়ে। রাজ্যের বিভিন্ন স্থানে যানবাহন চলাচলে বাধা দেয় আসুর সদস্যরা।

সব অসমিয়াকে এই বনধের প্ৰতি সমর্থন জানাতে আহ্বান জানিয়েছে আসু। এদিকে মহানগরীতে যাতে কোনও ধরনের অপ্ৰীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য যথেষ্ট নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

আজ নগাঁওয়েও সর্বাত্মকভাবে বনধ পালিত হচ্ছে। সকালে রাজপথে টায়ার জ্বালিয়ে প্ৰতিবাদে নামে গড়িয়া মরিয়া দেশি ছাত্ৰ পরিষদের নগাঁও জেলা কমিটি। পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও নগাঁওয়ের পানিখাইতি চারালিতে টায়ার পুড়িয়ে প্ৰতিবাদে সোচ্চার হয়ে ওঠে সংগঠনটি।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কৰ প্ৰতিলিপি ফালি অছাদুদ্দিন ওৱেইছীৰ প্ৰতিবাদ

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AASU hangs effigies of State Ministers in Kokrajhar against CAB

Next Story
সংবাদ শিরোনাম