ছেলেদের সাফল্যে গর্বিত অভিভাবক কেজরিওয়াল,স্মৃতি

ছেলেদের সাফল্যে গর্বিত অভিভাবক কেজরিওয়াল,স্মৃতি
Published on

নয়াদিল্লিঃ দিল্লির মুখ্যমন্ত্ৰী অরবিব্দ কেজরিওয়াল এবং কেন্দ্ৰীয় মন্ত্ৰী স্মৃতি ইরানি এখন গর্বিত অভিভাবক। বৃহস্পতিবার ঘোষিত সিবিএসই দ্বাদশ শ্ৰেণির চূড়ান্ত পরীক্ষায় তাঁদের পুত্ৰরা ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

টুইটারে ছেলের অসামান্য সাফল্যে আনন্দ প্ৰকাশ করে স্মৃতি বলেছেন,আমার ছেলের জন্য আমি গর্বিত। ওয়র্ল্ড কেমপো চ্যাম্পিয়নশিপে সে ব্ৰোঞ্জ পদক জিতেছে এবং এখন সিবিএসই দ্বাদশ শ্ৰেণির পরীক্ষায় ভাল ফল করেছে। ‘তাই আজ আমি একজন গর্বিত মা’।

ওদিকে দিল্লির মুখ্যমন্ত্ৰী তথা আম আদমি পার্টির প্ৰধান অরবিন্দ কেজরিওয়ালের স্ত্ৰী সুনীতা কেজরিওয়াল এক টুইটারে বলেছেন,ঈশ্বরের বিশেষ ইচ্ছা ও আশীর্বাদে আমার ছেলে সিবিএসই দ্বাদশ শ্ৰেণির পরীক্ষায় ৯৬.৪ শতাংশ নম্বর পেয়ে সাফল্যের নজির রেখেছে।

সিবিএসই দ্বাদশ শ্ৰেণির ফলাফল বৃহস্পতিবার ঘোষণা করা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৮৩.৪ শতাংশ ছাত্ৰছাত্ৰী।

হনশিকা শুল্কা এবং কৃষ্ণা অরোরা যৌথভাবে শীর্ষ স্থান অধিকার করেছেন। দুজনই মোট ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়েছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com