বরাত জোরে রক্ষা পেলো মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের হেলিকপ্টার

বরাত জোরে রক্ষা পেলো মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের হেলিকপ্টার

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের হেলিকপ্টার পবনহংস সোমবার বরাতজোরে রক্ষা পেলো। সেইসঙ্গে রক্ষা পেলেন মুখ্যমন্ত্ৰী এবং তাঁর সহযাত্ৰীরা। মুখ্যমন্ত্ৰী এদিন গুয়াহাটি থেকে লখিমপুর যাচ্ছিলেন। সর্বানন্দের সঙ্গে এদিন তাঁর প্ৰেস উপদেষ্টা হৃষিকেশ গোস্বামীও হেলিকপ্টারে সওয়ার হয়েছিলেন। অসম-অরুণাচল সীমান্তের কাছে বান্দরদোয়ায় পাহাড়ি এলাকা থাকায় পাইলট হেলিকপ্টারটি প্ৰায় তিন হাজার ফুট উচ্চতায় উড়িয়ে নিচ্ছিলেন। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ায় পথ দেখা কঠিন হয়ে পড়ে।

মেঘলা আকাশের বুকে হেলিকপ্টারটি তিন চক্কর দেয়। তবে পাইলট হেলিকপ্টারের নিয়ন্ত্ৰণ ধরে রেখে আরও উচ্চতায় উঠে যান এবং শেষ পর্যন্ত লখিমপুরের লীলাবাড়ি বিমানবন্দরে সফলভাবে অবতরণ করতে সক্ষম হন।

জানা গিয়েছে, এদিন বেলা ১১টা নাগাদ পবনহংস হেলিকপ্টারটি আকাশে ওড়ে লখিমপুরের উদ্দেশে। বিহপুরিয়ায় মাধবদেব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিতেই মুখ্যমন্ত্ৰী ওখানে যাচ্ছিলেন। ওড়ার সময় হেলিকপ্টারের সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু বান্দরদোয়ায় পাহাড়ি এলাকায় পৌঁছার পরই কপ্টারে বিপত্তি দেখা দেয়। মেঘের জন্য অন্ধকার ছেয়ে যাওয়ায় পথ দেখা দুষ্কর হয়ে পড়ে। ওই সময় তিন হাজার ফুট উচ্চতায় মাঝ আকাশে কপ্টারটি তিনবার পাক খায়। পাইলট বুদ্ধিমত্তার সঙ্গে কপ্টারটি আরও উঁচুতে নিয়ে যান। মেঘের স্তর থেকে উপরে চলে যাওয়ায় পথ দেখা অনেকটা সহজ হয়ে পড়ে পাইলটের কাছে। এরপরই লীলাবাড়ি বিমানবন্দরে কপ্টারটি জরুরি অবতরণে সফল হন পাইলট।

মুখ্যমন্ত্ৰীর প্ৰেস উপদেষ্টা হৃষিকেশ গোস্বামী ছাড়াও কপ্টারে ছিলেন এসপি মণ্টু তালুকদার এবং পার্সোনেল অ্যাসিস্টাণ্ট তুহিন হাজরিকা। বিশ্বনাথ চারালি অতিক্ৰম করার পরই কপ্টারটিকে এই বিপত্তির মধ্যে পড়তে হয়।

পরে মুখ্যমন্ত্ৰীর প্ৰেস উপদেষ্টা হৃষিকেশ গোস্বামী সাংবাদিকদের বলেন,বিশ্বনাথ চারআলি অতিক্ৰম করার পরই কপ্টারটি কালো মেঘের আস্তরণে ঢুকে যায়। পথ দেখতে না পেয়ে পাইলট কপ্টারটি কোনওভাবেই নিচে নামিয়ে আনতে পারছিলেন না। অবশেষে পাইলট কপ্টারটি আরও উপরে নিয়ে যাওয়ার পর আকাশ পথ অনেকটাই পরিস্কার হয়ে যায়। সেই সু্যোগে পাইলট লীলাবাড়ি বিমানবন্দরে কপ্টারটি জরুরি অবতরণ করান। এরফলে সবাই অক্ষত বেঁচে যান-বলেন গোস্বামী।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AAGSU staged 3 hrs sit in demonstration in Sonari | The Sentinel News | Assam News

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com