ক্যা নিয়ে উস্কানিমূলক পোস্টগুলি সরকারের নজরদারিতে রয়েছেঃ শর্মা

ক্যা নিয়ে উস্কানিমূলক পোস্টগুলি সরকারের নজরদারিতে রয়েছেঃ শর্মা
DJ

গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী আইনের(ক্যা)বিরুদ্ধে সোশিয়েল মিডিয়ায় ২০৬টি অপরাধমূলক এবং উস্কানিমূলক পোস্ট দেওয়া নিয়ে ২৮টি মামলা নথিভুক্ত হয়েছে। ওই ২০৬টি পোস্টের মধ্যে ২৫টি পোস্ট দেওয়া হয়েছিল অসমের বাইরে থেকে। সংযুক্ত আরব আমির শাহি থেকে দেওয়া হয়েছে ৩টি পোস্ট। এই ২৫টি পোস্টের উৎস সন্ধানে তদন্ত চলছে।

সোমবার এখানে প্ৰচার মাধ্যমের সঙ্গে এই বিষয়টি শেয়ার করে রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বলেন,‘ক্যার বিরুদ্ধে কেউ যদি সোসিয়েল মিডিয়ায় পোস্ট দিয়ে থাকে তাতে আমাদের কিছু করণীয় নেই। তবে সব অপরাধজনক এবং উস্কানিমূলক পোস্টগুলি নজরদারিতে রয়েছে। আমরা ইতিমধ্যেই ১০ জন ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছি। এদের মধ্যে ৫ জন রয়েছে বিচার বিভাগীয় হেফাজতে। কয়েকজন জামিন পেয়েছে’।

ক্যার বিরুদ্ধে উস্কানি দেওয়া সম্পর্কে মন্ত্ৰী বলেন,‘এক শ্ৰেণির লোক চা বাগান এলাকায় উস্কানিমূলক গুজব ছড়িয়েছে যে ক্যার দৌলতে যে সমস্ত হিন্দু বাংলাদেশি নাগরিকত্ব পেতে পারে তাদের নাকি বাগানের সারপ্লাস জমিতে সংস্থাপন দেওয়া হবে। এটা ডাহা মিথ্যে। ক্যার সৌজন্যে প্ৰায় ৫.৪২ লক্ষ হিন্দু বাংলাদেশি ভারতীয় নাগরিকত্ব পেতে পারে যারা ইতিমধ্যেই রাজ্যের কিছু এলাকায় বসবাস করছে। সেইহেতু,এদের নতুন করে কোনও সংস্থাপন দেওয়ার প্ৰশ্নই আসে না। এধরনের গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণের পদক্ষেপ নিচ্ছে সরকার’।

রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)সম্পর্কে সরকারের অবস্থা খোলসা করে শর্মা বলেন,সর্বভারতীয় পর্যায়ে এনআরসি একটা আলাদা ইস্যু। সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু),রাজ্য ও কেন্দ্ৰীয় সরকারের মধ্যে ২০০৫ সালের ৫মে অনুষ্ঠিত ত্ৰিপাক্ষিক বৈঠকের ফলশ্ৰুতিতে রাজ্যে এনআরসি প্ৰকাশ করা হয়েছিল। সুপ্ৰিম কোর্টের তত্ত্বাবধানেই নবায়ন করা হয়েছিল এই এনআরসি। কিন্তু রাজ্য সরকার নবায়িত এই এনআরসি প্ৰত্যাখ্যান করেছে। আমরা রাজ্যের সীমান্ত জেলাগুলিতে ২০ শতাংশ রিভেরিভিকেশনের আবেদন জানিয়ে সুপ্ৰিমকোর্টে হলফনামা পেশ করেছি। রি-ভেরিফিকেশনে যদি ব্যাপক ত্ৰুটি ধরা পড়ে তাহলে আমরা রাজ্যে নতুন করে এনআরসি নবায়নের দাবি জানাবো। সুপ্ৰিম কোর্ট যদি সীমান্ত জেলায় ২০ শতাংশ রি-ভেরিফিকেশনে সম্মত হয় তাহলে ভালো কথা। অন্যথায় রাজ্যে নতুন করে এনআরসির জন্য কেন্দ্ৰের কাছে দাবি জানাবো আমরা। তাই বল এখন শীর্ষ আদালতে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Krishak Shramik Unanyan Parishad & 7 other organizations calls for 12-hr Assam Bandh on Dec 27

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com