আর জি বরুয়া কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০ ফর অ্যাসিস্টেন্ট প্ৰফেসর

আর জি বরুয়া কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০ ফর অ্যাসিস্টেন্ট প্ৰফেসর
Published on

আর জি বরুয়া কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০ ফর অ্যাসিস্টেন্ট প্ৰফেসর

আর জি বরুয়া কলেজ বাংলা বিভাগে অ্যাসিস্টেন্ট প্ৰফেসর পদের জন্য উপযুক্ত যোগ্যতা থাকা প্ৰার্থীদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছে।

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর- বেঙ্গলি

পদের সংখ্যাঃ ০১

বয়সের সীমাঃ ৩৮ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ প্ৰার্থীদের স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে ৫৫ শতাংশ মার্ক থাকতে হবে(এসসি/এসটি/পিডব্লিউ প্ৰার্থীর ক্ষেত্ৰে ৫০%)মার্ক থাকা চাই সংশ্লিষ্ট বিষয়ে এবং নেট/শ্লেট/সেট ক্লিয়ার হতে হবে।

কাজের অভিজ্ঞতাঃ নতুনরাও আবেদন করতে পারবেন।

পে স্কেলঃ ৩৭,৪০০-৬৭০০০ টাকা

বাছাই প্ৰক্ৰিয়াঃ তালিকাভুক্ত প্ৰার্থীদের সাক্ষাৎকারে পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করা হবে এবং এব্যাপারে কর্তৃপক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আবেদন প্ৰক্ৰিয়াঃ আগ্ৰহী যে সমস্ত প্ৰার্থীর উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের ডিএইচইএস-এর নির্ধারিত ফরম্যাটে ২০০০ টাকার ডিমান্ড ড্ৰাফট(অফেরৎযোগ্য)শুধু প্ৰিন্সিপাল,আর জি বরুয়া কলেজ,এর অনুকূলে পেয়েবল অ্যাট গুয়াহাটি প্ৰিন্সিপাল,আর জি বরুয়া কলেজ গুয়াহাটি-৭৮১০২৪ এই ঠিকানায় আবেদনপত্ৰ পাঠাতে হবে।

শেষ তারিখঃ ২৩-০৩-২০২০

Details: Click Here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রত্নপীঠ কলেজ,ধুবড়ি রিক্ৰুটমেন্ট ২০২০

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com