রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক সার্ভিসেস(আরআইটিইএস)রিক্ৰুটমেন্ট ২০২০

রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক সার্ভিসেস(আরআইটিইএস)রিক্ৰুটমেন্ট ২০২০

রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক সার্ভিসেস(আরআইটিইএস)রিক্ৰুটমেন্ট ২০২০

রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক সার্ভিসেস(আরআইটিইএস) ৫টি খালি পদ পূরণের জন্য যোগ্য প্ৰার্থীদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছে। পিএসইউ সংস্থাটি ডিজিএম(মেকানিক্যাল)পদে প্ৰয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকা উপযুক্ত প্ৰার্থীদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছে। আরআইটিইএস লিমিটেডের বঙাইগাঁও,অসম,রুরকেল্লা,ওড়িশা,নবীনগর,বিহার,ফারাক্কা,পশ্চিমবঙ্গ,মারওয়ার,রাজস্থানে থাকা এই খালি পদগুলো ডেপুটেশন ভিত্তিতে পূরণ করা হবে।

আরআইটিইএস জবস-এর জন্য চাকরির আবেদন ১৪ মার্চ ২০২০-র আগে অ্যাটাস্টেড অ্যাপ্লিকেশন ফরম্যাট অনু্যায়ী গ্ৰহণ করা হবে।

পদের নামঃ ডিজিএম(মেকানিক্যাল)

পদের সংখ্যাঃ ৫

বয়স সীমাঃ ৫৬ বছর(আবেদনপত্ৰ দাখিলের শেষ তারিখ পর্যন্ত)

শিক্ষাগত যোগ্যতাঃ ডিজেল লোকমোটিভস এবং ওয়াগন অপারেশন ও ব্যবস্থাপনায় কাজ করার অভিজ্ঞতা

বেতনঃ 7th CPC Level-11

কিভাবে আবেদন করবেনঃ যোগ্য প্ৰার্থীরা আরআইটিইএস-এর ওয়েবসাইট,http://www.rites.com.-এর ক্যারিয়ার সেকশনে থাকা ফরম্যাট অনু্যায়ী অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার সময় অনলাইন ফর্মের শীর্ষে রেজিস্ট্ৰেশন নম্বরের ব্যবস্থা অনু্যায়ী আবেদন পূরণ করতে হবে প্ৰার্থীদের। রেজিস্ট্ৰেশন নম্বর থাকা এই অনলাইন আবেদন ফর্মের একটি কপি প্ৰিন্ট করতে হবে এবং তাতে সাইন করে এবং সিভির বিস্তারিত সংশ্লিষ্ট অ্যাডমিনিস্ট্ৰেটিভ অফিস(এইচকিউ/বোর্ড)আরআইটিইএস লিমিটেডে ১৪ মার্চ ২০২০ তারিখে অথবা তার আগে এবং সঙ্গে প্ৰয়োজনীয় নথি,নো অবজেকশন,ভিজিলেন্স/ডিএআর ক্লিয়ারেন্স এবং গত ৭ বছরের এসিআরএস,সিভি এবং অ্যানেকচার-II ফরোয়ার্ড করতে হবে।

শেষ তারিখঃ ১৪-০৩-২০২০১

Details: Click here

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com